কলকাতা: ফের দাপট শীতের। জাঁকিয়ে না হলেও কিছুটা শীতের (Winter) আমেজ ফিরল বাংলায় (West Bengal)। জানুয়ারির শেষেও ঝোড়ো ব্যাটিং শীতের। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ১৭ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাওয়া রাতের তাপমাত্রা ফের নামল ১৪ এর ঘরে। তবে আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত আর খুব বেশি পারদ হেরফের হবে না। ২৪ জানুয়ারির পর আরও সামান্য পারদ পতন হতে পারে। দক্ষিণ এবং উত্তরবঙ্গে অবশ্য আংশিক মেঘলা আকাশ থাকবে। সেই সঙ্গে থাকবে ঘনকুয়াশার দাপট।
হাওয়া অফিস জানিয়েছে, শনিবার হালকা থেকে মাঝারি কুয়াশা কলকাতা সহ রাজ্যের বাকি জেলাতে থাকবে। সকালে কুয়াশা থাকলেও বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশ হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। এদিন কলকাতার সর্বনিম্ম তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
আরও পড়ুন: অ্য়ামাজনে রাম মন্দিরের প্রসাদ, জবাব তলব কেন্দ্রের
এদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও শীতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমের বেশকিছু জেলা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও বর্ধমান সহ সংলগ্ন কিছু এলাকায় কুয়াশার সতর্কতা রয়েছে। এদিন সকাল থেকে এই জেলগুলিতে ঘন কুয়াশা লক্ষ্য করা যাবে। তবে বিকেলের পর মূলত শুষ্ক আবহাওয়া তৈরি হবে।