skip to content
Thursday, July 4, 2024

skip to content
HomeScrollপ্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে শচীন, কুম্বলে, জাদেজা

প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে শচীন, কুম্বলে, জাদেজা

Follow Us :

অযোধ্যা: শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar) থেকে মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni), রোহিত শর্মা (Rohit Sharma) থেকে বিরাট কোহলি (Virat Kohli), রামমন্দিরের (Ram Mandir) প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছিলেন একাধিক প্রাক্তন এবং বর্তমান ভারতীয় ক্রিকেটার। প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠান চলেছে দুপুর ১২টা থেকে দুপুর ১টা। তার আগেই রামমন্দিরে পৌঁছে গেলেন শচীন। অনিল কুম্বলে, ভেঙ্কটেশ প্রসাদও যোগ দিয়েছেন। বর্তমান ক্রিকেটারদের মধ্যে দেখা গেল রবীন্দ্র জাদেজাকে (Ravindra Jadeja)। প্রাক্তন মহিলা ক্রিকেটারদের মধ্যে গেলেন মিতালি রাজ (Mithali Raj)।

আরও পড়ুন: শুভমান থেকে শামি প্রসঙ্গে একান্ত আলোচনায় কারসন ঘাউড়ি

 

 

সোশ্যাল মিডিয়ায় শচীনের মন্দির চত্বরে ঢোকার একাধিক ভিডিও ভাইরাল হয়েছে। জয় শ্রীরাম লেখা গেরুয়া উত্তরীয় পরা কিংবদন্তির সঙ্গে সেলফি তুলতে জনতার ভিড় লেগে যায়। গাড়ি করে রামমন্দির যাওয়ার ভিডিও এবং উত্তরীয় পরে নিজের ছবি পোস্ট করেছেন প্রসাদ। প্রাক্তন পেসার ক্যাপশনে লিখেছেন, আমাদের জীবনের এক সেরা মুহূর্তের সাক্ষী হওয়ার পথে। ধর্মপথ। একটাই স্লোগান, একটাই নাম, জয় শ্রীরাম।

 

এদিকে কুম্বলে লিখেছেন, “এ এক দারুণ উপলক্ষ, এক ঐশ্বরিক উপলক্ষ। এর অংশ হতে পেরে ধন্য। খুবই ঐতিহাসিক ঘটনা। রামলালার আশীর্বাদ পাওয়ার অপেক্ষায়। আমরা এরপরেও অযোধ্যায় আসব কিন্তু আজ এই অনুষ্ঠানের অংশ হতে পারা দারুণ অনুভূতি, নিজেকে আশীর্বাধন্য মনে হচ্ছে।” প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে আসতে পেরে খুশি মিতালি রাজও।

 

RELATED ARTICLES

Most Popular