skip to content
Monday, June 17, 2024

skip to content
HomeScrollজয়োধ্বনি নাকি চিত্রনাট্যে টুইস্ট- রাজকোট যেন ফেলুদার ডেস্টিনেশন!
India vs England Test

জয়োধ্বনি নাকি চিত্রনাট্যে টুইস্ট- রাজকোট যেন ফেলুদার ডেস্টিনেশন!

Follow Us :

জয়জ্যোতি ঘোষ

আপনি স্বপ্ন দেখেন? যদি স্বপ্ন না দেখেন, তাহলে আজ থেকে স্বপ্ন দেখতে শুরু করুন। কারণ সেই স্বপ্ন পূরণ করার পিছনে যদি সত্যিকারের ‘ইচ্ছে-অধ্যাবসায়-প্যাশন-খিদে-পরিশ্রম’ থাকে, তাহলে একদিন সেটা পূরণ হবেই। উদাহরণ হিসেবে বলা যেতে পারে এই মুহূর্তে ট্রেন্ডিং হওয়া যশস্বী জয়সওয়ালের নাম। আজাদ ময়দানে ফুচকা বিক্রেতার স্নেহধন্য থেকে ভারতীয় ক্রিকেটের হার্টথ্রব! কোথা থেকে মানুষ কোথায় যেতে পারে তার জ্বলন্ত উদাহরণ যশস্বী! কোনও হলিউড বা বলিউড ডিরেক্টর নিশ্চয়ই নজর রাখছেন যশস্বীর অতিমানবিক উত্থানের দিকে।

আজাদ ময়দানে আজও বহু খুদেরা ভিড় জমায়। কয়েক বছর আগের ‘যশস্বীর চোখের স্বপ্ন’ নিয়েই আজকের খুদেরা ব্যাটিং স্টান্স নেয়। সেদিনের ‘যশ’ আজ ‘রাজ’ করছেন কখনও নিজাম শহর, কখনও নৈসর্গিক চিত্রে ঠাঁসা ভাইজ্যাগের ২২ গজে, কখনও বা লর্ডসের আদলে তৈরি রাজকোট স্টেডিয়ামে। সব ভেন্যুতেই চলছে যশ-রাজ! আর ইংল্যান্ডের ‘বাজবল’ ট্যাকটিক্সের জবাব যেন ‘যশ-বল’। ১৩৩ বলে ১০৪ রান করে রিটায়ার্ড হার্ট। তবে যতক্ষণ ছিলেন, মাতিয়ে দিয়ে গিয়েছেন। কভার ড্রাইভ, অন ড্রাইভ, অফ ড্রাইভ, ডিপ স্কোয়ার লেগের উপর দিয়ে পুল, স্কোয়ার কাট, রিভার্স সুইপ, ড্যান্সিং ডাউন দ্য ট্র্যাক এসে মিড উইকেটের উপর দিয়ে ঠিকানা লেখা বাউন্ডারি- সব শটের বুফে যশস্বীর ব্যাট থেকে। ক্রিকেটীয় রোমান্সের পূজারী যারা, তাঁদের কাছে যশস্বীর ব্যাটিং দেবতা-দর্শন স্বরূপ! ১৩৩ বলে ১০৪ রানের ইনিংস-৯টা চার, ৫টা ছয়- স্ট্রাইক রেট ৭৮.২০।  তৃতীয় দিনের শেষে তাঁর ব্যাটিংয়েই  চালকের আসনে ভারত! ক্রিজে রয়েছেন শুভমান গিল(৬৫) এবং নাইটওয়াচম্যান কুলদীপ যাদব। লিড বেড়ে দাঁড়িয়েছে ৩২২।

এর আগে ইংল্যান্ডের ইনিংস শেষ হয় ৩১৯ রানে। ২২৪/২ থেকে ৩১৯ রানে অল আউট। ইংল্যান্ডের হয়ে বাজবল ট্যাকটিক্সের পুরোধা যেন বেন ডাকেট। ১৫১ বলে ১৫৩ রানের ইনিংস। ২৩টি চার এবং দুটি ছয়ে সাজানো বাজবলীয় ‘১৫৩’। স্ট্রাইক রেট ১০১.৩২। সব থিওরি বা ট্যাকটিক্সের কিছু আশীর্বাদ এবং কিছু অভিশাপ রয়েছে। বেন ডাকেট যদি বাজবলের আশীর্বাদ হয়ে থাকেন, জো রুট তাহলে অভিশাপ! যেভাবে জো রুট এদিন আউট হলেন, তাতে তাঁর অতি বড় ভক্তও সমালোচনা করতে ছাড়বেন না। বেন স্টোকসের আউটটাও এই টেস্ট ম্যাচের অন্যতম টার্নিং পয়েন্ট! জাডেজার বলে বেন স্টোকসের আপিশ স্ম্যাশ পিছনের দিকে ২৩ মিটার দৌড়ে ক্যাচ নেন জসপ্রীত বুমরা। দ্বিতীয় টেস্টে না খেলা মহম্মদ সিরাজ এদিন তুলে নেন ৪ উইকেট। অন্যদিকে, এদিন ২ উইকেট নিয়ে জাডেজা ভারতের মাটিতে ২০০ উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করেন। একইসঙ্গে কুম্বলে-অশ্বিনের সঙ্গে এলিট লিস্টে নাম লেখান স্যর জাড্ডু।

ম্যাচের চতুর্থ দিনে যে অনেক নাটক অপেক্ষা করছে নিরঞ্জন শাহ স্টেডিয়ামে বলা বাহুল্য। নজর থাকবে-শুভমান, সরফরাজ এবং যশস্বীর উপর! রাজকোট টেস্ট জয়ের অদৃশ্য ধ্বনি কানে বাজছে ভারতীয় ক্রিকেট অনুরাগীদের। সেই জয়োধ্বনির অনুরণনই কি থাকবে টেস্টের গোধূলি বেলায়, নাকি চিত্রনাট্যে অপেক্ষা করছে অন্য কোনও টুইস্ট? যত কাণ্ড রাজকোটে! অ্যাসিস্ট্যান্ট তোপসেকে-কে নিয়ে ফেলুদার ডেস্টিনেশন হতেই পারে লর্ডসের আদলে তৈরি ভারতের একমাত্র স্টেডিয়াম!

অন্য খবর দেখতে ক্লিক করুন:

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Rahul Gandhi | Priyanka Gandhi Vadra | রায়বরেলির আসন ছাড়লেন না রাহুল , প্রিয়াঙ্কার ভবিষ্যৎ কী?
00:00
Video thumbnail
Sanjay Raut | সঞ্জয় রাউতের বিরাট দাবি, NDA ছাড়তে চলেছে JDU-TDP-LJP! কী হতে চলেছে দেখুন
00:00
Video thumbnail
Mamata Banerjee | দ্রুত যেতে চান উত্তরবঙ্গে, বিমানই পাননি মমতা! চক্রান্ত? কে করল?
00:00
Video thumbnail
BJP | রায়গঞ্জে দুর্বল হলো বিজেপি, পদত্যাগ করল কে দেখুন
00:00
Video thumbnail
BJP | চার কেন্দ্রে চল্লিশ, তারকা প্রচারক বিজেপির বাদ গেলেন কে?
00:00
Video thumbnail
Narendra Modi | Kanchenjunga Express | ইতালিতেই 'মাথায় হাত', মোদির রেল দুর্ঘটনায় বড় ঘোষণা
00:00
Video thumbnail
Ashwini Vaishnaw | গাফিলতি মানলেন রেলমন্ত্রী? কী বললেন অশ্বিনী বৈষ্ণব
00:00
Video thumbnail
Flesh Eating Bacteria | মানুষখেকো ব্যাকটেরিয়া, সব শেষ মাত্র ৪৮ ঘণ্টায়, ঘুম উড়িয়ে দেওয়া ভিডিও দেখুন
00:00
Video thumbnail
Modi | Kanchanjunga Express | ইতালি থেকেই মোদির ধমক? তড়িঘড়ি উত্তরবঙ্গ ছুটলেন রেলমন্ত্রী বৈষ্ণব
00:00
Video thumbnail
নারদ নারদ (17.06.24) | দল বিরোধী কাজ রেয়াত হবে না, সংবর্ধনা সভাতেই কড়া বার্তা মিতালির
18:00