skip to content
Monday, July 1, 2024

skip to content
Homeরাজ্য২ তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
Post Poll Violence

২ তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে

Follow Us :

আরামবাগ: দুই তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে আরামবাগ পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের আমতলা এলাকায়। আহত তৃণমূল কর্মীর নাম রঞ্জিত কাড়ি ও দেবাশীষ ঘড়ুই। তাঁদের বাড়ি আরামবাগের দক্ষিণ বাদলকোনায়।

তৃণমূলের অভিযোগ, এদিন এই দুজন দুটি বাইকে করে আরামবাগের আমতলা দিয়ে যখন বাড়ি ফিরছিলেন। সেই সময় বেশ কিছু বিজেপি আশ্রিত দুষ্কৃতী তাঁদের উপর চড়াও হয়ে মারধর করে বলে অভিযোগ।

এরপর তৃণমূল নেতৃত্বরা তাঁদের উদ্ধার করে আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান স্বপন নন্দী ও আরামবাগ পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় ঘড়ুই। যদিও বিজেপির পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।

RELATED ARTICLES

Most Popular