নিউইয়র্ক: আইসিসি (ICC) বলেছিল, ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচের আগে নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের পিচ ভালো করবে। এটা ঠিক, ভারত-আয়ারল্যান্ড ম্যাচের মতো বিপজ্জনক অসমান বাউন্স হয়নি, কিন্তু বল সুইং করেছে, সিম করেছে, স্পিন করেছে এবং পিচে পড়ে থমকে গিয়েছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL 2024) শানবাঁধানো পিচে খেলা ব্যাটারদের কাছে এই উইকেট বধ্যভূমি। সেই কারণেই হয়তো ভারতের এই ব্যাটিং বিপর্যয়।
বৃষ্টির জেরে ম্যাচ শুরু হতে ৫০ মিনিট দেরি হল। বৃষ্টি থামলেও আবহাওয়া ছিল মেঘলা, স্যাঁতস্যাঁতে। নাসিম শাহ, শাহিন আফ্রিদি, মহম্মদ আমিররা দারুণ সুইং পেলেন। অফ স্টাম্পের অনেক বাইরের বল তাড়া করে মারতে গিয়ে আউট হলেন বিরাট কোহলি (Virat Kohli)। যে শটে শাহিনকে ছয় মেরেছিলেন, সেই শটেই তাঁরই বলে ক্যাচ তুলে ফিরলেন রোহিত শর্মা (Rohit Sharma)।
আরও পড়ুন: ইউরো কাপের চূড়ান্ত দল ঘোষণা করল ইংল্যান্ড
Pakistan putting on a show in New York 🔥
A superb bowling effort slows India down to 97/7 at the end of the 15-over mark 👏#T20WorldCup | #INDvPAK | 📝: https://t.co/ecNiElliHx pic.twitter.com/MQxbjg7sJ9
— ICC (@ICC) June 9, 2024
রান করলেন একমাত্র ঋষভ পন্থ (Rishabh Pant)। তাঁর ৩১ বলে ৪২ রানের ইনিংসের জোরেই ভারত ১০০ পেরিয়েছে। চার নম্বরে নামা অক্ষর প্যাটেল ১৮ বলে ২০ করলেন। বাকিদের রান উল্লেখ করার যোগ্য নয়।
ভারতের দুর্ভাগ্য, প্রথম ইনিংসের শেষের দিক থেকে মেঘ কেটে গিয়ে চড়া রোদ উঠল। ফলে পিচের আর্দ্রতা ভ্যানিশ হয়ে যাবে। ফলে ভারতের পেসাররা পাকিস্তানের মতো সাহায্য পাবেন না। ভারতের সম্বল মোটে ১১৯ রান। জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, রবীন্দ্র জাদেজাদের নিজেদের সেরাটা দিতে হবে। তবে এ ম্যাচে পাকিস্তান অনেক এগিয়ে গিয়েছে।