Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent NewsT20 Cricket: নয়া রেকর্ড গড়ে ম্যাচ জিতেছেন নেতা হার্দিক

T20 Cricket: নয়া রেকর্ড গড়ে ম্যাচ জিতেছেন নেতা হার্দিক

Follow Us :

আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কত্ব পেয়েই বাজিমাত করলেন হার্দিক পান্ডিয়া। রবিবার তাঁর নেতৃত্বে খেলে প্রথম ম্যাচে ৭ উইকেটে সহজ জয় পেয়েছে টিম ইন্ডিয়া। আর এই ম্যাচে নয়া ইতিহাস গড়লেন হার্দিক, যা ভারতের আর কোনও অধিনায়কের নেই।

অলরাউন্ডার এই ক্রিকেটার নেতৃত্বের দায়িত্ব নিয়ে ব্যাটিং এর মাঝেও বল করতে ভোলেননি। ২ ওভার বোলিং করে ২৬ রান খরচ করে ১ উইকেট নিয়েছেন হার্দিক।
হার্দিকের আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে (১৬৪টি ম্যাচে) ভারতের আর কোনও অধিনায়ক উইকেট নিতে পারেননি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের নবম অধিনায়ক হার্দিক।

এরআগে ভারতীয় দলের নেতৃত্ব দিয়েছেন— বীরেন্দ্র শহবাগ, মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না, বিরাট কোহলি, রোহিত শর্মা, অজিঙ্কা রাহানে, শিখর ধাওয়ান ও রিষভ পন্থ। এঁদের মধ্যে কেউ-ই উইকেট নিতে পারেননি।

ডাবলিনের মালাহিডে বৃষ্টি বিঘ্নিত ম্যাচের ওভার সংখ্যা কমে আসে। ম্যাচ হয়েছিল ১২ ওভারের। আগে ব্যাট করে ৪ উইকেটে ১০৮ রান তুলেছিল আয়ারল্যান্ড।
জবাবে দুই ওপেনার ঈশান কিশান ও দীপক হুদার ব্যাটিং ঝড়ে ৩ উইকেট হারিয়ে মাত্র ৯.২ ওভারে জয়ের গন্ডি টপকে যায় ভারত।

ছবি:সৌ-টুইটার।

RELATED ARTICLES

Most Popular