Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent NewsAnubrata Mandal: বৃহস্পতিবার সিবিআই দফতরে তলব অনুব্রতকে, রওনা দিলেন কলকাতার উদ্দেশে, হাজিরা...

Anubrata Mandal: বৃহস্পতিবার সিবিআই দফতরে তলব অনুব্রতকে, রওনা দিলেন কলকাতার উদ্দেশে, হাজিরা দেবেন কি?

Follow Us :

কলকাতা: ভোট পরবর্তী হিংসা মামলায় ফের সিবিআইয়ের সমন পেলেন অনুব্রত মণ্ডল। আগামিকাল, বৃহস্পতিবার সকাল ১১টায় সল্টলেকের সিজিও কমপ্লেক্সের সিবিআই দফতরে হাজির হতে বলা হয়েছে বীরভূম জেলা তৃণমূল সভাপতিকে। বুধবার বিকেলেই কলকাতার উদ্দেশে রওনা দিয়েছেন বীরভূমের কেষ্ট। তবে আদৌ তিনি সিবিআই দফতরে হাজিরা দেবেন কি না, এ ব্যাপারে কিছুই জানা যায়নি। কলকাতায় রওনা দেওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুব্রত জানান, তাঁর শরীর ভীষণ অসুস্থ। শুক্রবার ডাক্তার দেখানোর ব্যাপার আছে। তার জন্যই কলকাতায় যাচ্ছেন তিনি।

বুধবার সকালেই অনুব্রত মণ্ডলের নিরাপত্তারক্ষী সাইগেল হোসেনের বোলপুর ও মুর্শিদাবাদের ডোমকলের বাড়িতে হানা দিয়েছে সিবিআই। এর আগেও সাইগেলকে দুবার নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই অফিসাররা। নিরাপত্তারক্ষীর বাড়িতে সিবিআই হানা দেওয়ার পরই অনুব্রতর কলকাতার পথে রওনা দেওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছে।

এর আগে গরু পাচার কাণ্ডে সিবিআই দফতরে যাওয়ার সময়ই নাটকীয়ভাবে অনুব্রতর গাড়ি বাঁক নিয়েছিল এসএসকেএমের দিকে। দীর্ঘদিন তিনি ভর্তি ছিলেন হাসপাতালে৷ কিছুটা সুস্থ হয়ে পরে নিজাম প্যালেসে হাজিরা দেন তিনি৷ চার ঘন্টা জিজ্ঞাসাবাদ চলার পর অসুস্থ বোধ করায় ফের তিনি উডবার্ন ওয়ার্ডে চলে যান৷ এই সময়কালে প্রায় দেড় মাস কলকাতায় চিনার পার্কের বাড়িতেই ছিলেন অনুব্রত মণ্ডল৷

আরও পড়ুন: K K Postmortem: কে কে’র ময়নাতদন্তের রিপোর্টে কোনও অস্বাভাবিকতা নেই

২০ মে বোলপুরের নিচুপট্টীতে নিজের বাড়িতে এসেছিলেন তিনি৷ তাঁকে ঘিরে উন্মাদনা ছিল নেতা-কর্মীদের মধ্যে। বোলপুরে ফেরার পর ২ বার গরু পাচার কাণ্ডে অনুব্রতকে তলব করে সিবিআই। অসুস্থতার কারণ দেখিয়ে সেই হাজিরাও এড়িয়ে যান তিনি৷

RELATED ARTICLES

Most Popular