skip to content

skip to content
Homeজেলার খবরBSF: পাচার হওয়া বাংলাদেশি তরুণীকে বাবা-মায়ের কাছে ফিরিয়ে দিল বিএসএফ

BSF: পাচার হওয়া বাংলাদেশি তরুণীকে বাবা-মায়ের কাছে ফিরিয়ে দিল বিএসএফ

Follow Us :

বসিরহাট: কাজ পাইয়ে দেওয়ার নাম করে বাংলাদেশি এক তরুণীকে মুম্বইয়ের নিষিদ্ধ পল্লীতে দেহ ব্যবসার কাজে নামানো হয়েছিল৷ সেখান থেকে পালিয়ে আসা ওই মেয়েটিকে তার বাবা-মায়ের হাতে তুলে দিল বিএসএফ৷ সীমান্ত রক্ষী বাহিনী জানিয়েছে, মেয়েটির বাড়ি নরসিংদী জেলার বগারপোত গ্রামে৷ বিজিবির সঙ্গে ফ্ল্যাগ মিটিংয়ের পর রবিবার সকালে তাকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়৷

শনিবার বিকালে বসিরহাটে স্বরূপনগর সীমান্তের কাছে সন্দেহজনক অবস্থায় এক তরুণীকে ঘোরাঘুরি করতে দেখেন টহলরত জওয়ানরা৷ তাঁরা মেয়েটিকে আটক করে হাকিমপুর বিওপিতে নিয়ে যান৷ মেয়েটিকে জিজ্ঞাসাবাদের পরই জানা যায়, পাঁচ মাস আগে তাকে বাংলাদেশ থেকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভারতে নিয়ে আসা হয়েছিল৷ জিজ্ঞাসাবাদে মেয়েটি জানায়, রকি নামে এক যুবক তাকে মুম্বইয়ে কাজের প্রতিশ্রুতি দিয়েছিল৷ তার কথায় বিশ্বাস করে সীমান্ত পেরিয়ে ভারতে চলে আসে৷ কিন্তু মুম্বইতে নিয়ে গিয়ে সে বুঝতে পারে তাকে নিষিদ্ধপল্লীতে বিক্রি করে দেওয়া হয়েছে৷

এরপর জোর করে তাকে দেহ ব্যবসার কাজে নামানো হয়৷ ওই সময় তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চলতে থাকে৷ তবে স্থানীয়দের সাহায্যে কোনওরকমে সেখান থেকে পালিয়ে বসিরহাট চলে আসে মেয়েটি৷ তার সঙ্গে কথা বলার পর বাংলাদেশের মানব পাচার প্রতিরোধ সংগঠন ও বিজিবির সঙ্গে যোগাযোগ করে বিএসএফ৷ তারপর ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে রবিবার সকালে বাংলাদেশ ফিরে যায় মেয়েটি৷

আরও পড়ুন: Kolkata Rain: কালবৈশাখীর দাপটে সর্বোচ্চ তাপমাত্রা নামল স্বাভাবিকের নীচে, কলকাতায় চলবে বৃষ্টি

RELATED ARTICLES

Most Popular