Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরHaldia TMC: হলদিয়ার ধৃত ২ তৃণমূল শ্রমিক নেতাকে সাসপেন্ড করল দল

Haldia TMC: হলদিয়ার ধৃত ২ তৃণমূল শ্রমিক নেতাকে সাসপেন্ড করল দল

Follow Us :

হলদিয়া: মুখ্যমন্ত্রীর শিল্পবান্ধব পরিবেশের ব্যাঘাত ঘটানোয় পুলিসের হাতে ধৃত হলদিয়ার দুই তৃণমূল শ্রমিক নেতাকে দল থেকে ‘সাসপেন্ড’ করা হল। একইসঙ্গে তাঁদের দলীয় পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, সাংগঠনিক জেলা সংগঠনের বিশেষ পর্যবেক্ষক পদটিও তুলে দেওয়া হয়েছে। অশান্তিতে ইন্ধন, তোলাবাজির অভিযোগে মঙ্গলবার তাঁদের গ্রেফতার করে পুলিস। এদিন সদ্য সাসপেন্ড হওয়া তমলুক সাংগঠনিক জেলার আইএনটিটিইউসি সভাপতি তাপস মাইতি ও পর্যবেক্ষক সঞ্জয় বন্দ্যোপাধ্যায়কে আদালতে তোলা হয়। আদালত তাঁদের জামিন মঞ্জুর করে।

দলের শ্রমিক সংগঠনের দুই নেতার গ্রেফতারির পর মঙ্গলবার রাতেই হলদিয়া চলে আসেন আইএনটিটিইউসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও শ্রমমন্ত্রী মলয় ঘটক। বুধবার সকালে তাঁরা অভিযোগকারী শিল্প সংস্থা ও হলদিয়া শিল্পাঞ্চলের কর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন। সেই বৈঠকের শেষেই দলের সিদ্ধান্ত জানিয়ে দেন তাঁরা।

মন্ত্রী বলেন, আইএনটিটিইউসির তমলুক সাংগঠনিক জেলার নতুন সভাপতি হচ্ছেন শিবনাথ সরকার। তাপস মাইতি ও সঞ্জয় বন্দ্যোপাধ্যায়কে দল থেকে সাসপেন্ড করা হচ্ছে। এছাড়াও পর্যবেক্ষক পদটি তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঋতব্রত বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন শিল্পবান্ধব ও শ্রমিকবান্ধব উন্নয়ন হবে। হলদিয়া শিল্পাঞ্চলে কোনওভাবেই শিল্পবিরোধী অশান্তি বরদাস্ত করা হবে না। বিক্ষোভের নামে কর্মবিরতি করা যাবে না। কোথাও কোনও তৃণমূল নেতা শিল্পস্বার্থ-বিরোধী আন্দোলন করতে গেলে দলকে জানালেই হবে। দল সঙ্গে সঙ্গে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। বৈঠকের শেষে শিল্প সংস্থার প্রতিনিধিরাও রাজ্য সরকারের সদর্থক ভূমিকার প্রশংসা করেন।

সূত্রের দাবি, মুখ্যমন্ত্রীর নির্দেশেই তৃণমূল শ্রমিক সংগঠনের দুই প্রভাবশালী নেতাকে গ্রেফতার করে দুর্গাচক থানার পুলিস৷ ধৃতদের বিরুদ্ধে একাধিক কোম্পানির কাছ থেকে তোলাবাজির অভিযোগ রয়েছে৷ অভিযোগ, এই দুই নেতা দীর্ঘদিন ধরে হলদিয়ার বিভিন্ন শিল্প সংস্থায় অবৈধভাবে কর্মী নিয়োগ করেছেন৷

যদিও একাধিক প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছিল, মানুষের স্বার্থে কাজ করতে হবে৷ কোনও রকম দুর্নীতি-তোলাবাজি চলবে না৷ প্রশাসনকে সেভাবেই কাজ করে যেতে হবে৷ দলীয় নেতাকর্মীদেরও সেভাবে নির্দেশ দেন তৃণমূল সুপ্রিমো। কিন্তু একশ্রেণির নেতাকর্মী নিয়মিত তোলাবাজি-অবৈধ কাজে জড়িত রয়েছেন৷ সেই সব নেতাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে, এই ঘটনাই তার উদাহরণ৷

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
বাংলা বলছে (Bangla Bolche) | রাজভবনে 'শ্লীলতাহানি', তোলপাড় রাজ্য-রাজনীতি, বিস্ফোরক রাজ্যপাল
35:16
Video thumbnail
Stadium Bulletin | আইএসএল ফাইনালে আবারও কি হাবাস ম্যাজিক?
18:10
Video thumbnail
ধর্মযুদ্ধে রণহুঙ্কার | তৃণমূল দুর্নীতির দোকান খুলেছে : নরেন্দ্র মোদি
06:06
Video thumbnail
SSC Scam | চাকরিহারাদের মধ্যে যোগ্য- অযোগ্য কারা? চিহ্নিতকরণ সম্ভব, বলছে কমিশন
17:12
Video thumbnail
ধর্মযুদ্ধের দামামা | রাজ্যপালের আচরণ নিয়ে প্রশ্ন মমতার
11:11
Video thumbnail
নারদ নারদ (03.05.24) | অবৈধ বালি উত্তোলনে রাজনৈতিক তরজা, মামলার প্রেক্ষিতে কড়া বার্তা আদালতের
14:58
Video thumbnail
Kunal Ghosh | সাংবাদিক বৈঠক থেকে কী বললেন কুণাল, দেখুন ভিডিও
04:43
Video thumbnail
District Top News | দেখে নিন জেলার গুরুত্বপূর্ণ খবরগুলি
15:06
Video thumbnail
Loksabha Election 2024 | ভোট আবহে দুই থানার ওসিকে অপসারণ কমিশনের
02:26
Video thumbnail
Kaustuv Ray | ফের নিম্ন আদালতে জামিনের আবেদন কৌস্তুভ রায়ের
03:24