skip to content
Saturday, July 27, 2024

skip to content
Homeরাজ্যজমি লুঠের অভিযোগ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে
Sheikh Shajahan Market

জমি লুঠের অভিযোগ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে

সিবিআই কাছে অভিযোগ জানালেন গ্রামবাসীরা

Follow Us :

সন্দেশখালি: সিবিআইয়ের কাছে শেখ শাহজাহান (Sheikh Shajahan) বাহিনীর বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র দেখিয়ে চাষের জমি লুঠের অভিযোগ জানাল গ্রামবাসীরা। শাহজাহান ঘনিষ্ঠ আবু তালেবের বাড়িতে যে পরিমাণ বিদেশি অস্ত্র পাওয়া গিয়েছে তার একটা অংশ শেখ শাহাজানের বলে তদন্তকারীরা জানতে পেরেছে। এই বেআইনি আগ্নেয়াস্ত্র দেখিয়ে একাধিক জমি লুঠের অভিযোগ উঠেছে শাহজাহান ঘনিষ্ঠ প্রসেন গায়েন ও জিয়াউদ্দিন মোল্লার বিরুদ্ধে। এই ঘটনা বসিরহাট মহকুমা শাসক ভূমি ও ভূমি রাজস্ব দফতরে জানিয়ে কোনও সুরাহা হয়নি।

আদালতের নির্দেশে সন্দেশখালি ঘটনার (Sandeshkhali Incident) পুরো তদন্ত করছে সিবিআই (CBI)। তাই সিবিআইয়ের ওয়েবসাইটে অভিযোগ জানিয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে বীরেন গাইন, বিনয় গায়েন, চঞ্চল গায়েন, মনোরঞ্জন গায়েন এবং সুজিত গায়েনের অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সঠিক নথিপত্র দেখে বয়ান রেকর্ড করেছে।

সুজিত গায়েনদের অভিযোগ, ২০২১ এর নির্বাচনের পর শেখ শাহজাহানের গুন্ডাবাহিনী আগ্নেয়াস্ত্র দেখিয়ে জমি লুঠ করেছে। তারা ভয়েতে মুখ খুলতে পারেনি এতদিন। এখন তাদের বাপ ঠাকুরদারদের জমি ফিরে পেলে দৈনন্দিন জীবনে আবার পুনরায় রুজি রোজগার করতে পারবে বলেই মন্তব্য তাদের।

আরও পড়ুন: তাপপ্রবাহের দহন জ্বালা রাজ্যের ১৮ জায়গায়

উল্লেখ্য, বুধবার সকালে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে শেখ শাহজাহান মার্কেটে হাজির যায় সিবিআই আধিকারিকরা। কথা বলে, সেখানকার দোকানদার ও বাসিন্দাদের সঙ্গে। এর আগে একাধিকবার সন্দেশখালিতে হানা দিয়েছে সিবিআই। বুধবার সকালে আচমকাই ফের শাহজাহান মার্কেটে পৌঁছয় তদন্তকারীরা। এলাকার দোকানদারদের সঙ্গে কথা বলার পাশাপাশি বাসিন্দাদের সঙ্গেও কথা বলে তারা।

আরও খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular