কলকাতা: মে দিবসে রক্তদান শিবিরের আয়োজন করেছিল কলকাতার একটি ক্লাব। তাতে আমন্ত্রিত ছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। মঞ্চে ছিলেন লোকসভায় উত্তর কলকাতা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায় (Tapas Roy)। সেখানে বক্তব্যে তাপস রায়ের প্রশংসা করলেন কুণাল। যে ঘটনায় শোরগোল পৌঁছে গিয়েছে। কুণাল দলীয় কর্মীদের বলেন, কেউ যেন ছাপ্পা ভোট দেওয়ার না চেষ্টা করেন। শান্ত এলাকায় যেন শান্তিতে ভোট হয়। মানুষই ঠিক করে নেবেন কে তাঁদের পছন্দের প্রার্থী।
কুণাল ঘোষ আরও বলেন, জনপ্রতিনিধি তাপস রায় সম্পর্কে আমার কিছু বলার নেই। উনি যতদিন জন প্রতিনিধি ছিলেন মানুষের সেবা করেছেন। দিন-রাত তাঁর দরজা মানুষের জন্য খোলা ছিল। মানুষ যখন তাঁকে ডেকেছেন, পেয়েছেন। আমরা তাপস রায়কে এক পরিবারে রাখতে চেয়েছিলাম। দুর্ভাগ্য পারিনি। আজকে উনি প্রার্থী। কিন্তু অন্য দলের। আমাদের দলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। আমরা আমাদের দলের প্রার্থীর জন্য কাজ করব। তাপসদার দলের কর্মীরা তাঁর জন্য কাজ করবেন।
আরও পড়ুন: বিদ্যুৎহীন দক্ষিণদমদমের দক্ষিণদাঁড়ি এলাকা
তবে এই বিষয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমার উল্টোদিকে কে প্রার্থী তার খোঁজ রাখি না। আগেরবারের ব্যবধানকে ছাপিয়ে যাওয়ার জন্য প্রতিবার ভোটে লড়ি। এবারও সেটাই করছি।
আরও খবর দেখুন