skip to content

skip to content
HomeCurrent NewsJangalmahal-Chakka Jam: করম পরবে পূর্ণ ছুটির দাবিতে জঙ্গলমহলে অবরোধ, ভোগান্তি সাধারণের

Jangalmahal-Chakka Jam: করম পরবে পূর্ণ ছুটির দাবিতে জঙ্গলমহলে অবরোধ, ভোগান্তি সাধারণের

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: করম পরবে পূর্ণ ছুটির দাবিতে বাঁকুড়া, মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রামে কুর্মি সংগঠন শনিবার রাস্তা অবরোধের ডাক দিয়েছে। এর ফলে সকাল থেকে বিভিন্ন জেলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অবরোধকারীরা জানান, আন্দোলন চলবে সন্ধ্যা ছটা পর্যন্ত। ফলে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে সাধারণ মানুষকে।

মেদিনীপুর জেলা জুড়ে অবরোধ শুরু হয়েছে সকাল আটটা থেকে। শালবনিতে সকাল থেকে অবরুদ্ধ ৬০ নম্বর জাতীয় সড়ক। বন্ধ মেদিনীপুর-ঝাড়গ্রাম রাজ্য সড়ক। মেদিনীপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ডে বাস প্রায় দেখাই যায়নি। অবরোধ শুরু হয়েছে কেশিয়াড়িতেও।

আরও পড়ুন: Saugata Roy: বিরোধীদের ফের হুঁশিয়ারি তৃণমূল সাংসদ সৌগত রায়ের

আগামী ৬ সেপ্টেম্বর জঙ্গলমহলের ঐতিহ্যবাহী করম পুজো। রাজ্য সরকার এদিন সেকশনাল হলি ডে বা আংশিক ছুটির দিন হিসেবে ঘোষণা করেছে। আদিবাসী কুর্মি সমাজের দাবি, পূর্ণ দিবস ছুটি দিতে হবে। সেই দাবিতেই এদিন জঙ্গলমহলের চার জেলায় রাস্তা অবরোধ চলে। কোথাও সকাল আটটা থেকে, আবার কোথাও সকাল ছটা থেকেই দলে দলে আদিবাসী সম্প্রদায়ের মানুষ ধামসা, মাদল, তীর-ধনুক নিয়ে অবরোধে শামিল হয়েছেন। এর ফলে গাড়িঘোড়া সব বন্ধ। সরকারি, বেসরকারি বাসের দেখা মেলেনি রাস্তায়। যাঁরা জরুরি কাজে রাস্তায় বেরিয়েছেন, তাঁরা প্রবল সমস্যায় পড়েন। সংগঠনের হুমকি, ৬ তারিখের পর আরও বৃহত্তর আন্দোলনের পথে যাবে তারা।

RELATED ARTICLES

Most Popular