skip to content

skip to content
Homeজেলার খবরJoydev Kenduli Mela 2022: বাতিল নয়, মকর সংক্রান্তিতেই জয়দেব কেন্দুলি মেলা

Joydev Kenduli Mela 2022: বাতিল নয়, মকর সংক্রান্তিতেই জয়দেব কেন্দুলি মেলা

Follow Us :

বীরভূম: বাতিল নয়। মকর সংক্রান্তিতেই হবে বীরভূমের অন্যতম ঐতিহ্যবাহী জয়দেব কেন্দুলি মেলা। মঙ্গলবার রাজ্যের মন্ত্রী তথা বোলপুরে তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিংহ বলেন, ‘জয়দেব মেলা অন্যান্য বার যেমন হয় তেমনই হবে। এটা ঐতিহ্যশালী মেলা। ধর্মীয় আবেগকে আঘাত করতে চাই না। তাই মেলা করতে বাধ্য হচ্ছি। তবে, করোনা বিধি যাতে মানা হয় সেই দিকে নজর রাখা হবে। আগের তুলনায় কম দোকান নিয়ে ছোট জায়গায় মেলা বসবে।’

তৃতীয় ঢেউয়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে৷ বীরভূমে আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে৷ এই পরিস্থিতিতে দিন কয়েক আগেই বোলপুরের মহকুমাশাসক অয়ন নাথ জানিয়েছিলেন, কেন্দুলি মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন৷ তবে, মেলার ঐতিহ্যের কথা ভেবে সোমবার বোলপুরে তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিংহ, জেলাশাসক, জেলা পুলিশ সুপার, বোলপুর মহকুমা শাসকের উপস্থিতিতে একটি বৈঠক করা হয় জয়দেব মেলা নিয়ে।

এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, মকর সংক্রান্তিতেই হবে জয়দেব কেন্দুলি মেলা। যদিও মেলায় বড় কিছু আয়োজন থাকছে না। ছোট করে করোনা বিধি মেনে এই মেলা হবে। একইসঙ্গে মকর সংক্রান্তির দিন পুণ্যস্নানেরও ছাড়পত্র মিলেছে।

আরও পড়ুন- Narendra Modi: বুধবার বিবেকানন্দের জন্মদিনে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদি

RELATED ARTICLES

Most Popular