skip to content

skip to content
Homeজেলার খবর৭২ ঘন্টা পর বাড়ি ফিরলেন অপহৃত, গ্রেফতার ৩

৭২ ঘন্টা পর বাড়ি ফিরলেন অপহৃত, গ্রেফতার ৩

Follow Us :

জয়নগর: অবশেষে বাড়ি ফিরলেন অপহৃত অসীম নাইয়া। গত ৭২ ঘণ্টার রুদ্ধশ্বাস নাটকের পর দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের বাসিন্দা অসীম নাইয়াকে উদ্ধার করল বারুইপুর থানার পুলিশ। ঘটনায় পুলিশের জালে আটক ৩ অভিযুক্ত। ধৃতেরা হল, অলোক মণ্ডল ওরফ ঝন্টু, নারায়ন চন্দ্র মাইতি ওরফে নারু এবং প্রদ্যেুত নস্কর।

ধৃতদের মধ্যে একজনের বাড়ি বিষ্ণুপুরে। এবং অপর দুজন বারুইপুরের বাসিন্দা। অভিযুক্ত অলক মন্ডল বাদে বাকি দুজনের বয়স কুড়ি থেকে ত্রিশের কোঠায়। এবং অপহৃত অসিন নাইয়ার বয়স ৫৪ বছর।

আরও পড়ুন: জনতার টাকা ধনীদের উপহার দেওয়া হচ্ছে, অনিলের ঋণখেলাপি নিয়ে কটাক্ষ ইয়েচুরির

পুলিশ সূত্রে খবর, গত ২ সেপ্টেম্বর অসীম বাবু বারুইপুরে নিজের কাজে রওনা হলে কৃষ্ণমোহন স্টেশনের কাছ থেকে কয়েকজন দুষ্কৃতী তাঁকে অপহরণ করে।

তারপর ফোন করে বাড়ির লোকের থেকে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পাশাপাশি পুলিশকে জানালে অসীম নাইয়াকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় তাঁরা। পরিস্থিতি বেগতিক বুঝে শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হয় অসীম নাইয়ার পরিবার।

আরও পড়ুন: বড়বাজারে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল চারতলা বাড়ি, জখম ১

তারপরে ঘটনা তদন্তে নামে বারুইপুর থানার পুলিশ।  বিভিন্ন প্রযুক্তির সহায়তায় অত্যন্ত গোপনে অভিযান চালানো হয়। গোপনে অপহরণকারীদের গতিবিধির ওপর নজর রাখতে থাকে পুলিশ।   তারপরই রবিবার মগরাহাট থেকে অসীম নাইয়াকে উদ্ধার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে অপহরণের মামলা দায়ের করেছে পুলিশ।

 

 

 

 

RELATED ARTICLES

Most Popular