Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরLPG Price Hike: ‘দুয়ারে ঘুঁটে’, গ্যাসের দামবৃদ্ধির প্রতিবাদে উত্তরপাড়ায় অভিনব প্রতিবাদ তৃণমূলের

LPG Price Hike: ‘দুয়ারে ঘুঁটে’, গ্যাসের দামবৃদ্ধির প্রতিবাদে উত্তরপাড়ায় অভিনব প্রতিবাদ তৃণমূলের

Follow Us :

চুঁচুড়া: রান্নার গ্যাসের দাম হাজার টাকা ছাড়িয়েছে। এমনিতেই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধিতে মানুষ নাজেহাল। তার উপর জ্বালানির দাম বেড়ে চলায় হেঁসেল চালানো দুষ্কর হয়েছে সাধারণের। এবার এরই বিরুদ্ধে উত্তরপাড়ায় অভিনব প্রতিবাদ দেখাল তৃণমূল। উত্তরপাড়া পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ দাসের উদ্যোগে আজ এলাকার বাসিন্দাদের উনুন ও ঘুঁটে বিলি করা হয়।

উপস্থিত ছিলেন উত্তরপাড়ার পুরপ্রধান দিলীপ যাদব। পুরপ্রধান বলেন, প্রতিটি বাড়িতে রান্না হয়। এখন প্রতিটি বাড়িতেই গ্যাস লাগে। কিন্তু যে ভাবে সিলিন্ডারের দাম বাড়ছে, তাতে গ্যাস কিনতে পারবেন না অনেকেই। তাই দুয়ারে ঘুঁটে দেওয়া হচ্ছে। উনুনে রান্না প্রায় উঠে গিয়েছে। কেন্ত্রীয় সরকার আবার সেই উনুনের যুগ ফিরিয়ে আনতে চাইছে। তাই এই প্রতীকী প্রতিবাদ। এই ধরনের প্রতিবাদ চলবে পুরসভার বিভিন্ন ওয়ার্ডে।

এই প্রতিবাদকে কটাক্ষ করেছে গেরুয়া শিবির। বিজেপি নেতা ভাস্কর ভট্টাচার্যের অভিযোগ, দুয়ারে ঘুঁটে নিয়ে যাচ্ছেন তৃণমূল নেতারা। তাতেও থাকবে কাটমানি। গ্যাস-তেল আজ শুধু দেশের সমস্যা না গোটা বিশ্বের সমস্যা। এটায় শুধু শুধু মোদিকে দোষ দিয়ে লাভ নেই। যারা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা বলেন, তারা রাজ্যের কর কমান না। সেটা করলে কিছু মানুষের সুরাহা হয়।

আরও পড়ুনRabindranath Tagore Nobel: ‘নোবেল চুরি করেছে বাংলার ছেলেরা’, তৃণমূল বিধায়কের মন্তব্যে বিতর্ক

RELATED ARTICLES

Most Popular