skip to content

skip to content
Homeজেলার খবরনিরাপত্তায় ‘ডোন্ট কেয়ার’, স্কুটি চালিয়ে ছট পুজায় মন্ত্রী বীরবাহা

নিরাপত্তায় ‘ডোন্ট কেয়ার’, স্কুটি চালিয়ে ছট পুজায় মন্ত্রী বীরবাহা

Follow Us :

ঝাড়গ্রাম : সৌজন্যের নজির গড়লেন বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা। স্কুটি চালিয়ে একাই পৌঁছে গেলেন ছট পুজোর ঘাটে।  নিজের নিরাপত্তার কথা না ভেবে একাই ঝাড়গ্রামে ছট পুজোয় যোগ দেন মন্ত্রী বীরবাহা।  উৎসবের দিনে মন্ত্রীকে পেয়ে খুশি এলাকার মানুষ।

২০২১-এ বিধানসভা নির্বাচনে জিতে মন্ত্রী হওয়ার পর বীরবাহাকে দেখা গিয়েছিল স্কুটিতে করে একটি রক্তদান শিবিরে যোগ দিতে।  সে দিন সঙ্গে ছিলেন বোন বুরুনুকাই। ফের একবার মন্ত্রী স্কুটিতে করে গেলেন ছট পুজোয় যোগ দিতে। তবে এবার একাই।

আরও পড়ুন : শীতের ছটে বিনি পয়সার চা  

বৃহস্পতিবার ভোর ৪টে নাগাদ মন্ত্রী বীরবাহা হাঁসদা ঝাড়গ্রাম সার্কাস পুজো ময়দানে ছট পুজোয় যোগ দেন। শুধু তাই নয়, সাধারণ মানুষের সাথে পুজোও দেন তিনি।  তাদের সমস্যার কথা শোনেন। এর আগেও নানানভাবে সাধারণ মানুষের পাশে থেকেছেন তিনি।  বন প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর থেকেই মাঠে নেমে কাজ করে চলেছেন বীরবাহা। কোভিড থেকে ঝড়, ঝাড়গ্রাম জেলাজুড়ে দিন রাত এক করে সাধারণ মানুষের পাশে থেকেছেন মন্ত্রী। ঝাড়গ্রামে করোনা পরিস্থিতি যখন ভয়াবহ রূপ নিয়েছিল, তার মধ্যেও তিনি বারবার হাসপাতাল পরিদর্শনে গিয়েছেন। যে সমস্ত এলাকায় মানুষ সমস্যার সম্মুখীন হয়েছেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পৌঁছে গেছেন সেই এলাকায়। এদিন সকালে মন্ত্রী ছট পুজোতে যোগ দেওয়ায় দেদার খুশি এলাকার মানুষ।

আরও পড়ুন : বিজেপির সঙ্গে বিচ্ছেদ ঘোষণা অভিনেত্রী শ্রাবন্তীর

রাজ্যের বনপ্রতিমন্ত্রী তো ছিলেনই পাশাপাশি গত দুদিন আগেই তাঁকে দেওয়া হয়েছে আরও একটা দফতরের প্রতি মন্ত্রীর দায়িত্ব।  তিনি এখন বন ও ক্রেতা সুরক্ষা দফতরের প্রতিমন্ত্রী।

RELATED ARTICLES

Most Popular