Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরপূর্ব মেদিনীপুর জুড়ে নিম্নচাপের বৃষ্টি, উত্তাল দিঘা সমুদ্র

পূর্ব মেদিনীপুর জুড়ে নিম্নচাপের বৃষ্টি, উত্তাল দিঘা সমুদ্র

Follow Us :

পূর্ব মেদিনীপুর : নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে শুরু হয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত। সমুদ্র উপকূলবর্তী এলাকায় জলোচ্ছাস হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়, আগামী ৩ দিন নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের দুই জেলা দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলার উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। মূলত ৬ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর, এই দুদিন সব থেকে বেশি বৃষ্টি হবে।

আরও পড়ুন : খুদেদের প্রশিক্ষণে দিতে পূর্ব মেদিনীপুরে গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া

সোমবার থেকে দক্ষিণবঙ্গে শুরু হয়েছে বৃষ্টি। বেশ কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হচ্ছে। গত কয়েক দিন ধরে পূর্ব মেদিনীপুরেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলছে। টানা বৃষ্টির ফলে সেখানকার জনজীবন ব্যাহত হচ্ছে। সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ। জলোচ্ছাসের কারণে দিঘার সমুদ্র সৈকতে সতর্কতা জারি হয়েছে। ফলে পর্যটকরা এখন হোটেলবন্দী অবস্থায় আছেন। তারপরেও বেশ কিছু পর্যটককে দেখা গেল সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে সমুদ্রের উতলা ঢেউ উপভোগ করতে।

RELATED ARTICLES

Most Popular