Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরSantiniketan Rape: আদিবাসী নাবালিকা গণধর্ষণে বোলপুরের ঘটনাস্থলে পুলিস কর্তারা, অভিযুক্তদের স্কেচ আঁকা...

Santiniketan Rape: আদিবাসী নাবালিকা গণধর্ষণে বোলপুরের ঘটনাস্থলে পুলিস কর্তারা, অভিযুক্তদের স্কেচ আঁকা হচ্ছে

Follow Us :

বোলপুর:  আদিবাসী নাবালিকাকে গণধর্ষণের ঘটনাস্থল ঘুরে দেখলেন রাজ্য পুলিসের এডিজি সঞ্জয় সিং, আইজি ভরতলাল মিনা, বীরভূম পুলিস সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী সহ আধিকারিকেরা৷ ঘটনাস্থল ঘুরে দেখে জেলা পুলিস সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী বলেন, ‘আমরা ঘটনাস্থল ঘুরে দেখলাম। স্কেচ করে আইডেন্টিফাই করা হচ্ছে৷ ভিক্টিম ভালো আছে৷’

বোলপুরের শান্তিনিকেতনে প্রেমিকের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে আদিবাসী নাবালিকাকে গণধর্ষণের একটি অভিযোগ ওঠে। গ্রামের মেলা থেকে নদীর পাড়ে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে ৫ জন। অভিযুক্তরা অন্য জেলার। প্রেমিকের বয়ান অনুযায়ী অভিযুক্তদের স্কেচ তৈরি করাচ্ছে পুলিস৷

অন্যদিকে, বোলপুরের সিয়ানমুলুক এলাকায় এক আদিবাসী কিশোরীকে ধর্ষণের অভিযোগের পর এবার শান্তিনিকেতন থানা এলাকায় আদিবাসী নাবালিকা গণধর্ষণের ঘটনায় পুলিস আধিকারিকদের সঙ্গে বৈঠক করতে আসেন আইজি ভরতলাল মিনা। স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, শান্তিনিকেতন থানার আদিত্যপুরে চড়ক মেলা ছিল৷ সেই মেলায় প্রেমিকের কাছ থেকে ছিনিয়ে এক নাবালিকাকে অন্ধকারে তুলে নিয়ে যায় পাঁচ যুবক। এরপরেই ধর্ষণ করা হয় নাবালিকাকে৷

আরও পড়ুন- Deganga TMC Clash: দেগঙ্গায় তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে বুথ সভাপতিসহ জখম ৬

এদিন পরিবারের লোকজন শান্তিনিকেতন থানায় খবর দেন৷ খবর পেয়েই তদন্তে গ্রামে যান অতিরিক্ত জেলা পুলিস সুপার ও বোলপুরের এসডিপিও-র নেতৃত্বে পুলিস৷ পরে গ্রামে যান বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী। নির্যাতিতা নাবালিকা চিকিৎসার জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিস।

RELATED ARTICLES

Most Popular