Placeholder canvas

Placeholder canvas
Homeবিনোদনসঞ্জয় লীলা বানশালির ছবিতে আদিত্য-কৃতির রোম্যান্স

সঞ্জয় লীলা বানশালির ছবিতে আদিত্য-কৃতির রোম্যান্স

Follow Us :

নেটফ্লিক্সের ম্যাগনাম ওপাস সিরিজ ‘হীরামণ্ডি’-র শ্যুটিং শুরুর প্রস্তুতি শুরু করে দিয়েছেন পরিচালক সঞ্জয় লীলা বানশালি।আর এরই মধ্যে এসএলবি ভক্তদের জন্য মিলল দারুণ সুখবর।পরিচালক যে একটি দুর্দান্ত প্রেমের ছবির পরিকল্পনা করছেন সেই খবর মিলেছে অনেক আগেই।এই ছবির কাস্টিং প্রসঙ্গেই শোনা গিয়েছিল রণবীর সিং ও আলিয়া ভাটের নাম।তবে সদ্যই ছবি নিয়ে মিলেছে লেটেস্ট আপডেট।জানা যাচ্ছে, এই রোম্যান্টিক ছবিতে একেবারে নতুন কাস্টিং নিয়ে কাজ করতে চলেছেন পরিচালক সঞ্জয় লীলা বানশালি।ছবিতে প্রথমবার একসঙ্গে জুটি বাঁধবেন আদিত্য রয় কাপুর ও কৃতি স্যানন।অবশ্য এমন জল্পনা শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই।অবশেষে মিলেছে পাকা খবর।

বলিপাড়া সূত্রে জোর খবর,সঞ্জয় লীলা বানশালির রোম্যান্টিক ছবিতে কাজ করতে রাজি হয়ে গিয়েছেন আদিত্য ও কৃতি।তবে এখনই ছবির শ্যুটিং শুরুর কোন সম্ভাবনা নেই।কারণ আপাতত বেশ কিছুদিন ‘হীরামণ্ডি’-র প্রোডাকশন নিয়েই ব্যস্ত থাকবেন সঞ্জয় লীলা বানশালি।

RELATED ARTICLES

Most Popular