Placeholder canvas

Placeholder canvas
Homeবিনোদনএকসাথে আবার মৃণাল সেন ও অঞ্জন দত্ত
Chaalchitra Ekhon

একসাথে আবার মৃণাল সেন ও অঞ্জন দত্ত

বন্ধুত্বের গল্প বলতে আসছে অঞ্জন দত্তের 'চালচিত্র এখন'

Follow Us :

কলকাতা: শতবর্ষে মৃণাল সেন (Mrinal Sen)-কে অঞ্জন দত্তের (Anjan Dutt) শ্রদ্ধা, ‘চালচিত্র এখন’ (Chaalchitra Ekhon)। গত বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছিল এই ছবি। ‘স্পেশাল জুরি অ্যাওয়ার্ড ফর ইন্টারন্যাশনাল কম্পিটিশন অন ইনোভেশন ইন মুভিং ইমেজেস’ ক্যাটাগরিতে পুরস্কৃত পেয়েছিল ছবিটি।

পরবর্তীতে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়। সেখানে এই ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পান অঞ্জন। এবার ১০ মে প্রেক্ষাগৃহে আসছে শতবর্ষে মৃণাল সেনকে সম্মান জানিয়ে অঞ্জনের বানানো ছবি ‘চালচিত্র এখন’। নন্দন ও রাধা স্টুডিয়ো, এই দুই প্রেক্ষাগৃহে দেখানো হবে। এই দিনেই জনপ্রিয় ওটিটি মাধ্যম হইচই-তেও মুক্তি পাবে ছবিটি।

আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব ৪৭)

১৯৮০-র দশকে গড়ে ওঠা এক বন্ধুত্বের গল্প বলবে অঞ্জন দত্তের ‘চালচিত্র এখন’। অসমবয়সি হয়েও বাংলা ছবির বরেণ্য পরিচালক মৃণাল সেন ও অঞ্জন দত্তের বন্ধুত্ব ছিল অটুট। মৃণাল সেনকে নিজের গুরুর আসনে বসিয়েছেন অঞ্জন। তাঁদের বন্ধুত্বের গল্প এই ছবির মূল বিষয়বস্তু। মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেছেন অঞ্জন দত্ত নিজেই। অল্পবয়সী অঞ্জন দত্তের ভূমিকায় আছেন শাওন চক্রবর্তী। ছবিতে মৃণাল সেনের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী।

 

View this post on Instagram

 

A post shared by Hoichoi (@hoichoi.tv)

আরও পড়ুন: শিবুর বস হয়ে পর্দায় ফিরছেন রাখী গুলজার!

‘চালচিত্র এখন’ প্রসঙ্গে অঞ্জন দত্ত জানিয়েছেন, ভারতীয় চলচ্চিত্রে মৃণাল সেনের প্রভাব শুধুমাত্র ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তিনি শুধু চলচ্চিত্র তৈরিই করেননি, তিনি যেকোনও আখ্যানকে নতুন আকার দিয়েছেন। প্রতিটি প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন। ‘চালচিত্র এখন’ কেবলমাত্র মৃণাল সেনকে সম্মান জানানো নয়, চলচ্চিত্র জগতে যে ঢেউ এসেছে, তার কথা ছড়িয়ে দেওয়া। ছবিতে সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলেছেন নীল দত্ত (Neel Dutt)।

আরও খবর দেখুন

 

RELATED ARTICLES

Most Popular