Placeholder canvas

Placeholder canvas
HomeScrollরিয়াল মাদ্রিদকে এল ক্লাসিকো জেতালেন বেলিংহ্যাম
El Classico

রিয়াল মাদ্রিদকে এল ক্লাসিকো জেতালেন বেলিংহ্যাম

এই জয়ে লা লিগা চ্যাম্পিয়ন পথে আরও একধাপ এগিয়ে গেল রিয়াল

Follow Us :

মাদ্রিদ: চ্যাম্পিয়ন্স লিগ (Champions League) থেকে ছিটকে যাওয়ার যাওয়ার যন্ত্রণা লাঘব হতে না হতেই ফের ধাক্কা খেল বার্সেলোনা (FC Barcelona)। রবিবার এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদের (Real Madrid) কাছে ৩-২ গোলে হারল জাভির (Xavi) দল। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে জয়সূচক গোল করে নায়ক জুড বেলিংহ্যাম (Jude Bellingham)।

মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবেউতে (Santiago Bernabeu) ৬ মিনিটে প্রথম গোল করেন বার্সার ক্রিশ্চিয়ানসেন। পেনাল্টি থেকে সমতা ফেরান ভিনিসিয়াস জুনিয়র। ৬৯ মিনিটে ফের এগিয়ে যায় বার্সেলোনা। এবারের গোলদাতা ফারমিন। চার মিনিট পরেই ২-২ করেন লুকাস ভাসকুয়েজ। তাঁরই পাস থেকে ৯০+১ মিনিটে রিয়ালকে জয় এনে দেন ইংলিশ মিডফিল্ডার বেলিংহ্যাম।

আরও পড়ুন: চরম লজ্জার হাত থেকে নিস্তার, এফএ কাপ ফাইনালে ম্যান ইউ

 

মেসি-রোনাল্ডো যুগে এল ক্লাসিকো (El Classico) অর্থাৎ বার্সা-রিয়াল দ্বৈরথে নজর থাকত গোটা বিশ্বের। দুই মহাতারকার প্রস্থানে এ খেলার জৌলুস অনেকটা কমেছে তাতে সন্দেহ নেই। তবে নতুন প্রজন্মের কিছু প্রতিভা উঠে এসেছে দুই দলেই। ফলে ফের উপভোগ্য হয়ে উঠেছে এল ক্লাসিকো। রিয়ালের যেমন ভিনিসিয়াস, বেলিংহ্যাম, রদ্রিগো আছে, কাতালুনিয়ার ক্লাবেরও পেদ্রি, রাফিনহা, লামিনে জামালরা আছে।

এই জয়ে লা লিগা চ্যাম্পিয়ন পথে আরও একধাপ এগিয়ে গেল রিয়াল। ৩২ ম্যাচে তাদের ৮১ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনা সমসংখ্যক ম্যাচে ৭০ পয়েন্ট সংগ্রহ করেছে। সুতরাং আর তিনটে ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন হবে কার্লো আন্সেলোত্তির দল।

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular