skip to content

skip to content
Homeবিনোদন‘আর্টিস্ট অনীশ’ রূপী নাগার্জুনা

‘আর্টিস্ট অনীশ’ রূপী নাগার্জুনা

Follow Us :

বিগ-বির এবার প্রকাশ্যে এলেন ‘ব্রহ্মাস্ত্র’-এর আর্টিস্ট অনীশ ওরফে নাগার্জুনা। পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’-ছবিতে মুখ্যভূমিকায় দেখা যাবে রণবীর কাপুর ও আলিয়া ভাটকে।পাশাপাশি ছবিতে রয়েছেন অমিতাভ বচ্চন,মৌনি রায়ও।এই মাইথোলজিক্যাল থ্রিলার ফিল্মে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে দক্ষিণী অভিনেতা নাগার্জুনা আক্কিনেনিকেও।সদ্যই ‘ব্রহ্মাস্ত্র’-এর নতুন মোশন পোস্টার প্রকাশ্যে আনলেন প্রযোজক করণ জোহর।আর তাতেই প্রকাশ্যে এলেন ‘আর্টিস্ট অনীশ’ রূপী নাগার্জুনা। হাতেই লুকিয়ে রয়েছে তাঁর যাবতীয় শক্তি, আর সেই বিশেষ অস্ত্রের নাম নন্দী অস্ত্র।

মোশন পোস্টারে মিলল এমনটাই হদিশ।আগামী ৯ সেপ্টেম্বর বড়পর্দায় আসছে ‘ব্রহ্মাস্ত্র’।গোটা দেশ জুড়ে হিন্দি ও দক্ষিণী ভাষায় মুক্তি পাবে রণবীর-আলিয়া অভিনীত এই বহু প্রতীক্ষিত ছবি।কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে ছবির ট্রেলারও।

 

View this post on Instagram

 

A post shared by Karan Johar (@karanjohar)

RELATED ARTICLES

Most Popular