skip to content

skip to content
Homeকলকাতাবাংলার সাহিত্য ভাণ্ডারের স্বাদ দিতে এল ট্রানজিস্টর অ্যাপ

বাংলার সাহিত্য ভাণ্ডারের স্বাদ দিতে এল ট্রানজিস্টর অ্যাপ

Follow Us :

কলকাতা: আলাদা পেশার তিন প্রবাসী বাঙালি চায়ের আড্ডায় বসেছিলেন। প্রযুক্তির রমরমার যুগে কীভাবে বাংলার বিপুল সাহিত্য ভাণ্ডারের সঙ্গে সম্পৃক্ত থাকা যায়, সেটাই চিন্তা করছিলেন তাঁরা। কী করে নতুন প্রজন্মকে বাংলার ক্লাসিক সাহিত্য-মুখী করা যায়, ভাবনা ছিল তা নিয়েও। সেই চিন্তাভাবনার ফসল ট্রানজিস্টার অ্যাপ ডট কম (tranzistoraap.com)। এ হল এক ইন্টার‍্যাক্টিভ অডিও স্ট্রিমিং প্লাটফর্ম (Interactive Audio Streaming Platform) যেখানে বাংলার সেরা ভয়েস আর্টিস্টদের গলায় শোনা যাবে কালজয়ী ছোট গল্প, উপন্যাস এবং শ্রুতিনাটক।

আরও পড়ুন: ‘লুঙ্গি ডান্স’-এ জমজমাট আমির কন্যার বিয়ে

সম্প্রতি কলকাতা প্রেস ক্লাবে (Kolkata Press Club) হয়ে গেল এই অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন। সংস্থার তিন কর্ণধার গৌতম সরকার, শুভ্রজিৎ চক্রবর্তী এবং মনোজ চট্টোপাধ্যায় তো ছিলেনই। বাংলার দুই কিংবদন্তি বাচিক শিল্পী জগন্নাথ বসু (Jagannath Basu) এবং ঊর্মিমালা বসুও (Urmimala Basu) উপস্থিত ছিলেন। সংস্থার তরফে ৯০-এর বেশি লেখক এবং প্রকাশকের সঙ্গে চুক্তি করে ১০০০ ঘণ্টার উপর অডিও স্ট্রিমিংয়ের ব্যবস্থা করা হয়েছে।

এই অ্যাপ পেতে হলে আপনার ফোনের গুগল সার্চে গিয়ে লিখুন tranzistorapp.com, তাহলেই ঢুকে পড়বেন বাংলার সাহিত্য ভাণ্ডারে। অডিও স্ট্রিমিং প্লাটফর্ম হওয়ায় সারাক্ষণ মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়েও থাকতে হবে না।

RELATED ARTICLES

Most Popular