Placeholder canvas

Placeholder canvas
HomeবিনোদনEkta Kapoor Arrest warrant: আপত্তিকর দৃশ্য,একতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

Ekta Kapoor Arrest warrant: আপত্তিকর দৃশ্য,একতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

Follow Us :

‘থ্রি এক্স সিজন-২’ ঘিরে বিতরকের ঝড় উঠেছে। আর তার জেরেই এই মুহূর্তে খবরের শিরোনামে আবার নতুন করে জায়গা করে নিয়েছেন বলিউড প্রযোজক একতা কাপুর(Ekta Kapoor)। বিহারের বেগুসরাই এর এক আদালত থেকে বলিউড নির্মাতার বিরুদ্ধে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা(Arrest Warent)। শুধু একটাই নয় তার মা তথা প্রযোজক শোভা কাপুরের বিরুদ্ধেও অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করেছে আদালত। প্রসঙ্গত, বছর দুয়েক আগে অল্ড বালাজির ব্যানারে তৈরি ওয়েব সিরিজ ‘থ্রি এক্স আনসেন্সর্ড'(Triple X)এর জেরে আইনি জোটে জড়ালেন মা-মেয়ে। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে তাঁর এই সিরিজ ঘিরে জড়িয়ে থাকা নানান দৃশ্য। ২০২০ সালে এইচএস নিয়ে প্রথম অভিযোগ ওঠে। নেট দুনিয়ায় প্রশ্ন উঠেছিল এক সৈন্যের পরিবারকে নিয়ে এ সব কেমন দৃশ্য! শঙ্কু কুমার নামে এক সেনা ২০২০ সালে অভিযোগ জানান যে ‘থ্রি এক্স সিজন ২'(Triple X Season 2) তে এক সৈনিকের স্ত্রী সম্পর্কিত বেশ কয়েকটি আপত্তিকর দৃশ্য দেখানো হয়েছে। যা তাঁদের ভাবাবেগে যথেষ্ট আঘাত করে। শঙ্কু কুমারের তরফে আদালতে জানানো হয় ভারতীয় সেনা আধিকারিকদের স্ত্রীদের নিয়ে এই সিরিজে কিছু অসম্মানজনক দৃশ্য দেখানো হয়েছে। আর্মি অফিসাররা ডিউটিতে থাকাকালীন তাদের স্ত্রীরা অন্য পুরুষের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়াচ্ছে তা পর্দায় দেখানোটা সেনা আধিকারিকদের স্ত্রীদের প্রতি যথেষ্ট অসম্মানসূচক। এমনকি এতে সৈনিকের পোশাকের অপমান করা হয়। তখনই প্রথম শোনা গিয়েছিল যে বেশ কিছু দৃশ্য এই সিরিজ থেকে বাদ দেওয়া হবে।

আরো পড়ুন:Bill Clinton Priyanka Chopra Sona Restaurant: প্রিয়াঙ্কার রেস্তোরাঁয় ক্লিন্টন-হিলারি

 কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না। এবার সরাসরি গ্রেফতারি পরোয়ানা একতার বিরুদ্ধে। গতকাল বেগুসারাই আদালতে বিচারক বিকাশ কুমারের এজলাসে মামলার শুনানি হয়। তারপরই বিচারক নির্দেশ দেন গ্রেফতারি পরোয়ানার। অভিযোগকারী দাবি করেছিলেন যে সেনাদের যথেষ্ট শ্রদ্ধার চোখে দেখা উচিত। এভাবে ভারতীয় সেনাদের অপমান করার অধিকার কারো নেই। ওর সংগত দু’বছর আগেই সিরিজ থেকে বিতর্কিত দৃশ্য ছেঁটে ফেলে ক্ষমা চেয়েছিলেন একটা কাপুর। ভিডিও বার্তায় তিনি জানিয়েছিলেন যে ব্যক্তিগতভাবে এবং সংস্থা হিসেবেও দেশের সেনাবাহিনীর প্রতি তারা শ্রদ্ধাশীল। দেশের সুরক্ষায় প্রতিমুহূর্তে ভারতীয় সেনার অবদান অনস্বীকার্য। সেইসঙ্গে একটা আরো বলেন,’আমরা অবিলম্বে বিনা শর্তে ক্ষমা চাইতে রাজি আছি যদি কোন সেনা সংগঠনের তরফে আমাদের তেমনটা জানানো হয়। কিন্তু অসভ্য সাইবার বোলিং আর ধর্ষণের হুমকির সামনে আমরা মাথা নিচু করবো না’।

RELATED ARTICLES

Most Popular