Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরMaldaha TMC: পঞ্চায়েত ভোটে বিরোধীরা বুথে থাকবে না, হুমকি মালদহের তৃণমূল সভাপতির

Maldaha TMC: পঞ্চায়েত ভোটে বিরোধীরা বুথে থাকবে না, হুমকি মালদহের তৃণমূল সভাপতির

Follow Us :

চারদিনের মাথায় ফের বিরোধীদের হুমকি তৃণমূলের মালদহ জেলা সভাপতি আব্দুর রহিম বক্সির। তিনি সাফ জানিয়ে দিলেন, আগামী পঞ্চায়েত ভোটে বিরোধীদের বুথে থাকতে দেওয়া হবে না। বুথে থাকবে শুধু তৃণমূল। বুধবার রাতে মালদহের রতুয়া ২ নম্বর ব্লকের শ্রীপুরে দলের এক কর্মিসভায় তৃণমূল জেলা সভাপতি বলেন, অনেক সহ্য করেছি। আর নয়। পঞ্চায়েত ভোটে কোনও বুথে আর বিরোধীদের থাকতে দেব না। থাকবে শুধু তৃণমূল। জিতবেও তৃণমূল।

আরও পড়ুন:  দুর্নীতিবাজদের ফল ভুগতেই হবে, নিয়োগ দুর্নীতি মামলায় মন্তব্য হাইকোর্টের  

মালদহের বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, এমনিতেই তৃণমূল জেলায় জেলায় পঞ্চায়েতের টাকা চুরি করে ফাঁক করে দিয়েছে। আগামিদিনে পঞ্চায়েতে আরও টাকা লুট করবে বলে এখন থেকেই বিরোধীশূন্য পঞ্চায়েত গড়ার ডাক দিচ্ছে। এবার মানুষই প্রতিরোধ গড়ে তুলবে। তৃণমূলের চুরি রুখতে মানুষ পথে নামছে। ভোটেই সেটা টের পাবে তৃণমূল।

চারদিন আগেই গাজোলে এক সভায় জেলা সভাপতি বিরোধীদের হাত-পা কেটে ফেলার হুমকি দিয়েছিলেন। তিনি ওই সভায় বলেন, যাদের সংগঠন বলে কিছু নেই, তারা আমাদের বাঁশ দিয়ে মারার হুমকি দিচ্ছে, বড় বড় কথা বলছে। আমি বলে রাখছি, ওরা বাঁশ দিয়ে মারলে আমরা হাত-পা কেটে রেখে দেব। কাউকে ছাড়ব না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বলে চুপ করে রয়েছি। কিছু বলছি না। আমরাও আর বেশিদিন চুপ করে বসে থাকব না।

RELATED ARTICLES

Most Popular