skip to content

skip to content
Homeবিনোদনজনের ইচ্ছে

জনের ইচ্ছে

Follow Us :

মুক্তির অপেক্ষায় রয়েছে জন আব্রাহামের দু-দুটি ছবি ‘সত্যমেব জয়তে ২’ এবং ‘অ্যাটাক’।সদ্যই ‘অ্যাটাক’-এর মুক্তি নিয়ে প্রযোজকরা জানিয়েছেন,আগামী ১৩ অগস্ট বড়পর্দায় ছবি মুক্তির দিনক্ষণ ঠিক করে ফেলেছেন তাঁরা।ছবিতে জনের সঙ্গে দেখা যাবে জ্যাকলিন ফার্নান্ডেজ এবং রকুলপ্রীত সিংকে।অন্যদিকে শ্যুটিং শেষ হয়ে গেলেও করোনা পরিস্থিতির জন্য মুক্তি পায়নি মিলাপ জাভরির ছবি ‘সত্যমেব জয়তে ২’ ও।ছবিতে প্রথমবার তাঁর নায়িকা হতে চলেছেন দিব্যা ঘোসলা কুমার।

‘অ্যাটাক’ মুক্তির দিনক্ষণ প্রযোজকরা ঘোষণা করে দিলেও, এখন নাকি মোটেও ছবি মুক্তির সঠিক সময় নয়,সদ্যই একটি ইন্টারভিউতে এমনটাই জানিয়েছেন দুই ছবির মুখ্য অভিনেতা জন আব্রাহাম।বর্তমানে দেশের কোথাও কোথাও ৫০শতাংশ দর্শক নিয়ে ছবি প্রদর্শনের অনুমতি মিললেও করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় ভুগছেন লোকজন।এই পরিস্থিতিতে মোটেও দর্শক ছবি দেখতে ভীড় জমাবে না।‘অ্যাটাক’ এবং ‘সত্যমেব জয়তে ২’, দুটি ছবিই তাঁর কাছে মেগা প্রজেক্ট, এই অসময়ে নয়,সঠিক সময়েই মুক্তি পাক ছবি দুটি,এমনটাই চান জন আব্রাহাম।

RELATED ARTICLES

Most Popular