skip to content

skip to content
Homeবিনোদনকিয়ারার পোশাক বিভ্রাটে কার্তিকের সাহায্যের হাত

কিয়ারার পোশাক বিভ্রাটে কার্তিকের সাহায্যের হাত

Follow Us :

রিয়েল লাইফে সম্পর্কের রসায়ন যে রিল লাইফের প্রচারে অন্যরকম মাত্রা এনে দেয় তার সাক্ষী বলিউডের অনেক ছবিতেই পাওয়া গিয়েছে। পর্দার বাইরে নায়ক-নায়িকার সম্পর্ককে পুঁজি করে পরোক্ষভাবে ছবির প্রচার এবং বক্স-অফিসে সাফল্যে কাজে লাগে। বলিউড এই প্রথমবার জুটি হিসেবে হাজির হচ্ছেন কিয়ারা আদবানি ও কার্তিক আরিয়ান ‘ভুল ভুলাইয়া ২’ ছবিতে। নিজেদের সম্পর্কের রসায়নকে সামনে রেখে একাধিকবার এই ছবির প্রচারে শিরোনামে উঠে এসেছেন তাঁরা। অতিসম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁদের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছিলেন কিয়ারা আদবানি। হঠাৎই পাপারাৎজ্জিদের ক্যামেরায় ধরা পড়ে পাশে বসে থাকা কার্তিককে ডেকে কিছু বলার চেষ্টা করছেন কিয়ারা। ভিডিওতে দেখা যাচ্ছে লাল রঙের ছোট একটি পোশাক পড়ে কিয়ারা। পাশেই চেয়ারে বসে রয়েছেন কার্তিক আরিয়ান। চেয়ারে বসে প্রশ্নের উত্তর দেওয়ার পর ছবি তোলার জন্য উঠে দাঁড়াতে হয়েছিল তাঁদের। তখনই কিয়ারা তাঁর পোষাক নিয়ে কিছু অস্বস্তি বোধ করেন। কার্তিক বুঝতে পারেন পেয়ারার পোশাক নিয়ে কিছু সমস্যা হচ্ছে।

সঙ্গে সঙ্গে কার্তিক প্রিয়ার আসাম মেঘালয় ক্যামেরা আড়াল করে দাঁড়ান। তৎক্ষণাৎ নিজের পোশাক ঠিকঠাক করে নেন কিয়ারা।এই ভিডিও সামনে আসতেই কার্তিকের প্রশংসায় মেতেছেন নেটিজেনরা। সেইসঙ্গে কিয়ারাকে সমালোচনার মুখে পড়তে হয়েছে ছোট পোশাক পরার জন্য। এসবই হয়েছে কার্তিক-কিয়ারা জুটির নতুন ছবি ‘ভুল ভুলাইয়া ২’ ছবির প্রচারে এসে। কিয়ারা-সিদ্ধার্থ মালহোত্রা সম্পর্কে বিচ্ছেদের গুঞ্জনে উত্তাল বলিউড। তার মধ্যেই কিয়ারা- কার্তিকের এই নতুন ছবি নতুন সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছে। প্রসঙ্গত, ‘শেরশাহ’ ছবির সেটে শুরু হয়েছিল কিয়ারা-সিদ্ধার্থের প্রেমের সম্পর্কের। নেটিজেনরা অনেকেই এখন বিশ্বাস করছেন যে সে সম্পর্ক শেষ করে কার্তিক আরিয়ান এর সঙ্গে নতুন করে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন কিয়ারা। আর একই পথ অনুসরণ করে কিয়ারা-কার্তিক প্রেম শুরু হয়েছে তাদের নতুন ছবি ‘ভুল ভুলাইয়া ২’ ছবির শুটিংয়ের মধ্য দিয়ে। ইতিমধ্যেই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। আগামী ২০ মে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

RELATED ARTICLES

Most Popular