Placeholder canvas

Placeholder canvas
Homeবাংলাদেশদুই 'বোনুয়া'কে সঙ্গে নিয়ে যশ মাতলেন বিয়েবাড়িতে

দুই ‘বোনুয়া’কে সঙ্গে নিয়ে যশ মাতলেন বিয়েবাড়িতে

Follow Us :

দুই বান্ধবী মিমি ও নুসরত ঢাকায় নামেন শনিবার দুপুরে সঙ্গে অবশ্যই ছিলেন যশ দাশগুপ্ত। ঢাকায় পৌঁছানোর আগে কলকাতা বিমানবন্দরে তোলা একাধিক ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন নুসরত। শনিবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মুখে মাস্ক পরিহিত অবস্থায় তোলা দুটি ছবি ফেসবুকে দেন মিমি। যশ-নুসরত এর সম্পর্ক সনে আসতেই নাকি দুই বান্ধবীর মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল। তবে একসঙ্গে বিয়ে বাড়ির ছবি দেখে নেটিজেনদের ও ভূল ভাঙবে। দুই বোনুয়ের প্রেম একই আছে।


কোথায় গিয়েছিলেন তাঁরা , খবরে জানা যাচ্ছে গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস ও চেয়ারপারসন ফারজানা মুন্নীর মেয়ে নাজিশ আরমানের বিবাহোত্তর সংবর্ধনায় অতিথি হয়ে এসেছিলেন সবাই। ঢাকার তিনশ ফুট এলাকায় শেফ টেবিল কনভেনশন হলে বসেছিল ওই তারার মেলা। ভারত ও বাংলা দেশের তাঁবড় তারকারা হাজির ছিলেন। রাতে তারা সবাই হাজির হন তাপস-মুন্নী দম্পতির মেয়ের বিবাহোত্তর সংবর্ধনায়। জমকালো সেই আয়োজনের বেশ কিছু ছবি ইতোমধ্যে ফেসবুকে ছড়িয়ে পড়েছে।


তাপস-মুন্নীর প্রযোজনা প্রতিষ্ঠান টিএম রেকর্ডসের প্রযোজনায় মিউজিক ভিডিওতে মডেল হিসেবে দেখা গেছে নারগিস ফাকরি, সানি লিওনি, মিমি, নুসরাতদের। তাই এই তারকারা হাজির হয়েছে বাংলা দেশে।


প্রসঙ্গত যশ-নুসরত এর ছবি ‘মাস্টার মশাই আপনি কিছু দেখেননি’ র শ্যুটিংয়ের কাজ শেষ করেছেন। এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন শিলাদিত্য মৌলিক। অন্যদিকে মিমি ছিলেন মুম্বই তে তাঁর প্রথম,থম হিন্দি ছবির শ্যুটিংয়ের কাজে। এই ছবিটি মূলত বাংলা ‘পোস্ত’ ছবির হিন্দি রিমেক ।এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন নন্দিতা-শিবপ্রসাদ জুটি।

RELATED ARTICLES

Most Popular