Placeholder canvas

Placeholder canvas
Homeবাংলাদেশবাংলাদেশের ছবিতে কাজ করেছেন পার্নো

বাংলাদেশের ছবিতে কাজ করেছেন পার্নো

Follow Us :

টলিউডের অভিনেত্রী পার্নো মিত্র বাংলাদেশের রয়েছেন , তাঁর নতুন ছবির শ্যুটিংয়ের কাজে। বাংলাদেশের অভিনেতা মোশাররফ করিমের সঙ্গেই ছবি করছেন পার্নো। গত বছরের নভেম্বরেই এই খবর পাকা হয়ে গিয়েছিল। । সিনেমার নাম ‘বিলডাকিনী’। পরিচালনায় ফজলুল কবীর তুহিন।
গত ডিসেম্বরে এই ছবির শ্যুটিংয়ের কথা ছিল , তবে পার্নোর কোভিড হওয়ার করাণে শ্যুটিংয়ের কাজ পিছিয়ে যায়।


মাস খানেক বিলম্ব করে সম্প্রতি শুরু হয়েছে ‘বিলডাকিনী’র চিত্রায়ন। এক সপ্তাহ ধরে নওগাঁয় সিনেমাটির শুটিং চলছে। তাতে অংশ নিচ্ছেন মোশাররফ করিমসহ অন্যান্যরা। মঙ্গলবার ১৮ জানুয়ারিতে বাংলাদেশে পৌঁছে গেছেন পার্নো। মঙ্গলবার থেকেই শুরু করেছেন শ্যুটিংয়ের কাজ। খবর আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত নওগাঁ অঞ্চলে চলবে শ্যুটিং।


‘বিলডাকিনী’ সিনেমাটি নির্মিত হচ্ছে নূরদ্দিন জাহাঙ্গীরের লেখা একই নামের উপন্যাসকে অবলম্বন করে। উল্লেখ্য, এর আগে পার্নো মিত্রকে বাংলাদেশের আরও একটি সিনেমায় দেখা গেছে। সেই ছবির নাম ‘ডুব’। মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ওই সিনেমায় তিনি অভিনয় করেছিলেন ইরফান খানের বিপরীতে। সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০১৭ সালে। আপাতত পার্নো মিত্র বাংলাদেশে ‘বিলডাকিনী ছবির শ্যুটিং এ ব্যস্ত থাকেন ।

RELATED ARTICLES

Most Popular