Placeholder canvas

Placeholder canvas
Homeবিনোদনফাঁস হয়ে গেল প্রিয়াঙ্কার মেয়ের নাম

ফাঁস হয়ে গেল প্রিয়াঙ্কার মেয়ের নাম

Follow Us :

এ বছরের ২২ জানুয়ারি সারোগেসির মাধ্যমে কন্যাসন্তানের মা হয়েছিলেন দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া। যৌথ ইনস্টাগ্রাম পোস্টে সারোগেসির মাধ্যমে সন্তানসুখ লাভের কথা প্রকাশ্যে এনেছিলেন প্রিয়াঙ্কা-নিক জোনাস জুটি। তবে সন্তানের লিঙ্গ পর্যন্ত ফাঁস করেননি তাঁরা। যদিও পরবর্তী সময়ে প্রিয়াঙ্কার তুতো বোন মীরা চোপড়া জানান মেয়ের মা হয়েছেন অভিনেত্রী সোশ্যাল মিডিয়ার দৌলতে সে খবর অভিনেত্রী প্রিয়াঙ্কা-নিক জোনাস এর ভক্তরা জানতে পেরেছেন। মা হওয়ার পর থেকেই সংবাদের শিরোনামে রয়েছেন প্রিয়াঙ্কা। তাদের সন্তানকে এক ঝলক দেখার জন্য অধীর অপেক্ষায় রয়েছেন তাঁর ভক্তরা। মেয়ের নাম জানার জন্য সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের কৌতুহল বারবার ভেসে বেড়াচ্ছে। বছর ৪০ এর প্রিয়াঙ্কা সারোগেসির মাধ্যমে কন্যাসন্তানের মা হবার পর থেকে বাবা হওয়ার খুশিতে আপ্লুত নিক জোনাস। কন্যা সন্তানের ছবি যেমন তারা সামনে আসতে দেন নি তেমনি কি তার নাম রাখা হয়েছে তাও ভক্তদের জানান নি প্রিয়াঙ্কা-নিক জুটি। যা নিয়ে ভক্তদের জল্পনা-কল্পনার শেষ নেই। কড়া সতর্কতা তার মধ্যে সন্তানকে তাঁরা আগলে রেখেছেন। জানা যাচ্ছে কাজের মেয়ের নাম ইতিমধ্যে ফাঁস হয়েছে। প্রিয়াঙ্কা- নিক এর একটি মেয়ের নাম নাকি মালতি মারি চোপড়া জোনাস। নিজেদের সন্তানের নাম নাকি জোনাস দম্পতি নিজেরাই ফাঁস করেছেন। জানা যাচ্ছে হলিউডের এক জনপ্রিয় সংবাদ মাধ্যম সূত্রের খবর অনুযায়ী নিক-প্রিয়াঙ্কার মেয়ের নাম মালতী মারি চোপড়া জোনাস।

এমনকি ওই সংবাদমাধ্যমের হাতে এসেছে একরত্তির বার্থ সার্টিফিকেটও। বার্থ সার্টিফিকেট অনুযায়ী রাত ৮ তারপর জন্ম হয়েছে মালতী মারির। সূত্রের খবর সংস্কৃত ওরাডিন দুই রকম শব্দ মিলিয়ে মেয়ের নাম রেখেছেন তার বাবা-মা। ‘মালতী’ শব্দের অর্থ সুগন্ধযুক্ত ছোট সাদা ফুল কিংবা চাঁদের আলো। অন্যদিকে ‘মারি’ শব্দের অর্থ সমুদ্রকে রক্ষা করে যে নারী। এই শব্দটির সঙ্গে বাইবেলেরও সংযোগ রয়েছে। কারণ যীশুর মা মেরিকে ফরাসি ভাষায় মারিও বলা যায়। যদিও নিক-প্রিয়াঙ্কা দম্পতি আনুষ্ঠানিকভাবে মেয়ের নাম কিংবা ছবি কিছুই এখনো প্রকাশ্যে আসেননি। সম্প্রতি এক কথোপকথনে নিজের মা হওয়ার অভিজ্ঞতা শেয়ার করেছেন প্রিয়াঙ্কা। এমনকি এই প্রথমবার নিজের মেয়েকে নিয়ে তিনি মুখ খুলে ছিলেন। মা হওয়ার পর নিজের চিন্তা ভাবনা কেমন বদলে গেছে তা নিয়েও প্রিয়াঙ্কাকে কথা বলতে শোনা গেছে। প্রিয়াঙ্কা আরও বলেন, ‘আমার বাবা-মা কোনদিনই জোর করে আমার উপর কিছু চাপিয়ে দেন নি, তাই আমিও কখনো আমার সন্তানের উপর জোর করে কিছু চাপাবার চেষ্টা করবো না’।

 

RELATED ARTICLES

Most Popular