Placeholder canvas

Placeholder canvas
Homeবাংলাদেশকে এই 'গু কাকু'

কে এই ‘গু কাকু’

Follow Us :

করোনার প্রকোপ থাকলেও টলিউডের নতুন ছবির শ্যুটিং অব্যাহত।

বেশ কয়েক বছর আগে বক্স অফিস কাঁপিয়ে চলেছিল ‘ভূতের ভবিষ্যৎ’ ছবিটি। এই ছবির নির্মাতারাই দশ বছর পরে আবার একটি ছবি তৈরি করতে চলেছেন।

 

এই নির্মাতাদের  হাত ধরেই ভিন্ন বিষয় নিয়ে ছবি করতে চলেছেন নবিন পরিচালক মনিষ বাসু। ছবির নাম ‘গু কাকু’। নাম ও পোস্টার থেকেই এই ছবিকে অন্য বাংলা ছবি থেকে আলাদা করা যায় সহজে।

পরিচালকের কথায়, গু কাকু’র পটভূমিকা নব্বইয়ের দশকের একটি মফস্বল অঞ্চল। একজন ব্রাত্য, প্রান্তিক মানুষ কীভাবে এই গোটা জনগোষ্ঠীর জীবনকে তীব্রভাবে প্রভাবিত করে ও শেষমেশ এই অঞ্চলের অধিবাসীদের জন্য হ্যামেলিনের বাঁশিওয়ালা হয়ে ওঠে, সে গল্পই উঠে আসে এই সিনেমায়।

এই ছবিতে একাধিক চরিত্ররা রূপ পেয়েছে। এক ঝাঁক তারকা নিয়ে তৈরি হচ্ছে ‘গু কাকু’। তবে ছবির কেন্দ্রীয় চরিত্রে কে অভিনয় করছেন এই নিয়ে মুখে কুলুপ এটেছেন পরিচালক থেকে কলাকুশলীদের সকলেই। তবে টলিউডের অন্দরের খবর গু কাকুর চরিত্রে ছবিতে দেখা যাবে বাংলাদেশের প্রখ্যাত অভিনেতা মোশাররফ করিমকে। এছাড়াও এই ছবিতে মুখ্য চরিত্রে যাঁদের দেখা যাবে তাঁরা হলেন, পরাণ বন্দোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, শান্তিলাল মুখোপাধ্যায়,তনুশ্রী চক্রবর্তী, অপরাজিতা ঘোষ, সুস্মিতা চট্টোপাধ্যায়, পায়েল মুখোপাধ্যায়, জয়ী দেব রায়, মিশকা হালিম প্রমুখ।

পরিচালকের কথায়, নব্বই দশকের প্রেক্ষাপটে একটি এমন চিত্রনাট্য করা হয়েছে যেখানে সামাজিক শ্লেষ রয়েছে। ‘গু কাকু’ গল্পকে ব্ল্যাক কমেডিও বলা যেতে পারে। ছবির চিত্রনাট্য ও চরিত্র নিয়ে এখনই কিছু না বললেও পরিচালক জানান, আগামী ফেব্রুয়ারি মাসের শেষের দিকে কলকাতা শহর ও তাঁর পার্শ্ববর্তী এলাকায় ‘গু কাকুর ‘ শ্যুটিংয়ের কাজ শুরু হবে।

RELATED ARTICLES

Most Popular