skip to content

skip to content
Homeবিনোদনজমজমাট উইকএন্ড পার্টি

জমজমাট উইকএন্ড পার্টি

Follow Us :

উইকএন্ডে মণীশ মালহোত্রার বাড়িতে ডিনার পার্টি সারলেন সারা আলি খান। মণীশের বাড়িতে ইয়ামি ফুড খেয়ে সারার দিল একেবারে খুশ হয়ে গেছে! সোশ্যাল সাইটে ছবিও শেয়ার করেছেন করেছেন তিনি। ইয়ামি ফুড আর মণীশের সঙ্গ সারার শনিবারের সন্ধেটা ছিল মস্তিতে ভরপুর।
মণীশের বাড়িতে সারা অবশ্য একা যাননি,সঙ্গে ছিলেন তাঁর মা অমৃতা সিং-ও। ক্যাজুয়াল সাদা ফর্মাল শার্ট আর জিন্সে দেখা মিলল সারার। ক্যাজুয়াল শার্ট নয়, নেটিজেনের নজর কেড়েছে সারা আলি খানের গোলাপি স্লিং ব্যাগ আর ম্যাচিং হিলস্।


প্রায় প্রত্যেক সময়েই সারার সঙ্গে টিউনিং করে পোশাক পরেন তাঁর মা অমৃতা। তবে এবার কিন্তু কনট্রাস্ট পোশাকেই বাজিমাত করলেন তাঁরা ।অমৃতার পরনে ছিল ব্ল্যাক টপ আর অলিভ গ্রিন জ্যাকেট। ক্যাজুয়াল প্রিন্ডেট শার্টে ছিলেন মণীশ।

আরও পড়ুন: নবাবের অন্দরমহল
শুধু সারাদের ফ্যাশন স্টেটমেন্ট নয়, নেটিজেনের নজর গেছে ডিনার টেবিলেও। ডাল, সবজি, রুটি , চিকেন আর অন্যান্য ডিশের পাশাপাশি নজর কেড়েছে খাবারের প্লেটের পাশে রাখা বেলিফুলের মালাটিও।


কাজের জগতে শেষবার সারাকে দেখা গিয়েছিল ‘কুলি নাম্বার ওয়ান’-এ। মুক্তির অপেক্ষায় রয়েছে সারার ‘আটরঙ্গি রে’। ছবিতে অক্ষয় কুমার আর ধনুশের সঙ্গে জুটি বেঁধেছেন সইফ-কন্যা।

আরও পড়ুন: ফ্যান গার্ল ফারহা

 

RELATED ARTICLES

Most Popular