skip to content

skip to content
Homeবিনোদনকার প্রেমে পাগল সারা?

কার প্রেমে পাগল সারা?

Follow Us :

‘কেদারনাথ’ ছবির মাধ্যমে বলিউডে তাঁর আবির্ভাব। তখন থেকেই দর্শকদের মন করেছেন । তিনি আর কেউ নন সইফ কন্যা সারা আলি খান। বলিউডে আসার আগেই সইফ কন্যাকে নিয়ে নানান আলোচনা শুরু হয়েছিল। তারপর তাঁর প্রেমকাহিনী তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছিল। বলিউডে নাম লেখানোর পর থেকে একাধিকবার তাকে নিয়ে প্রেমের গুঞ্জন শোনা গেছে। সুশান্ত সিং রাজপুত,কার্তিক আরিয়ানের নাম জড়িয়েছে তাঁর সঙ্গে সম্পর্কের ব্যাপারে। সারাকে নিয়ে শোনা গেছে নানান কানাঘুষো। যদিও এই সমস্ত সহশিল্পীদের সঙ্গে তার সম্পর্কের কথা তিনি কখনও স্বীকার করেননি।

আরও পড়ুন: রনবীর কি দীপিকার পোশাকে

এখন যেন সে সব অতীত। এখন তার প্রেম নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। তার পেছনে যথেষ্ট কারণও আছে। গতকাল বুধবার সারা ইনস্টাগ্রামে জেহান হন্ডার সঙ্গে বেশ কিছু ছবি ও ভিডিও পোস্ট করেছেন।যা ভাইরাল হয়েছে। জেহানের নাম শোনা গিয়েছিল ‘কেদারনাথ’ এর সময়। জেহান হোন্ডা ছিলেন এই ছবির সহ-পরিচালক। তার সঙ্গে পোস্ট করা সারার ছবি দেখে অনেক নেটিজেন এর প্রশ্ন তবে কি এই আকর্ষণীয় পুরুষ তখন থেকেই সারাকে পাগল করেছিল?
জেহান প্রথমে তাদের দুজনের সমুদ্র সৈকতের ছবি ও ভিডিও পোস্ট করেন। সঙ্গে লেখেন, ‘লাভ ইউ’ এবং ‘টেক ব্যাক’। দুজনের প্রায় একই রঙের পোশাক পরা এই ছবি পরে সারাও পোস্ট করেন। ফিল গুড এই ছবি দেখে মনে হচ্ছে দুজনে একসাথে কোথাও ছুটি কাটাচ্ছেন।
যা দেখে নেটিজেনদের কৌতূহল এবং উত্তেজনা আরও বেড়ে গেছে। তারা দুইয়ে দুইয়ে চার করে নিয়েছেন। তাদের প্রশ্ন, জেহানের সঙ্গে এবারের প্রেম কি সত্যি!
এই মুহূর্তে সারার ঝুলিতে রয়েছে ‘আতরাঙ্গি রে’ , ‘দা ইমমর্টাল অশ্বত্থামা’ র মতো ছবি।

RELATED ARTICLES

Most Popular