Placeholder canvas

Placeholder canvas
Homeবিনোদনঅসুস্থ সামান্থাকে সাহস জুগিয়ে বিশেষ বার্তা তেলুগু সুপারস্টার চিরঞ্জীবীর, অভিনেত্রীর পাশে...

অসুস্থ সামান্থাকে সাহস জুগিয়ে বিশেষ বার্তা তেলুগু সুপারস্টার চিরঞ্জীবীর, অভিনেত্রীর পাশে বলি সেলেবরাও

Follow Us :

অসুস্থ সামান্থা রুথ প্রভু। যশোদার ট্রেলার রিলিজের পর একদিকে যখন প্রশংসায় পঞ্চমুখ ফ্যানদের কমেন্টে উপচে পড়ছে তাঁর সোশাল মিডিয়া অ্যাকাউন্টগুলি। ঠিক তখনই বিরল এক রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী। তবে ফ্যামিলি ম্যান টু-র পর আর শুধু দক্ষিণী নয় বরং এখন প্যান ইন্ডিয়া স্টার সামান্থা রুথ প্রভু। বহুগুণ বেড়েছে জনপ্রিয়তা আর পাল্লা দিয়ে বেড়েছে ফ্যান বেস। তাই অসুস্থ অবস্থাতেও ফ্যানদের উপচে পড়া শুভেচ্ছা বার্তার জবাবে চ্যানেল করা হাত দিয়েই লাভ সাইন বানিয়ে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেন। সেই ছবির সঙ্গেই জানান তাঁর অসুস্থতার কথা। বিরল এক রোগে আক্রান্ত অভিনেত্রী। এক ধরনের অটোইমিউন ডিজিস। নাম মায়োসিটিস।

 

 

 

 

 

 

View this post on Instagram

 

 

 

 

 

 

 

 

 

 

 

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

বেশ কয়েকদিন এই অসুখে আক্রান্ত হয়ে হাসপাতালে আছেন সামান্থা। তবে খারাপ সময় পার করে এসেছেন। উদ্বেগ ও যন্ত্রণার সেই সব মুহূর্ত পার করে এসে এখন শুধু সের ওঠার জন্য অধীর আগ্রহে দিন গুনছেন সামান্থা। আর যশোদার ট্রেলার রিলিজের পর যে যে পরিমাণ ভালবাসা পেয়েছেন সামান্থা সেই ভালবাসাকেই পাথেয় করে এগোতে চাইছেন অভিনেত্রী। ফিরে পেয়েছেন হারানো সাহস এখন আর কষ্ট পান না।এখন যত দ্রুত সম্ভব সেরে ওঠার জন্য অধীর আগ্রহে দিন গুনছেন আর তাই নিজের অসুখের কথাও সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। যেমন ভাবনা তেমন কাজ। 

 

আর তাঁর এই লড়াকু মানসিকতাকে কুর্নিশ জানিয়ে ফের একবার উপচে পড়েছে শুভানুধ্যায়ী ও ফ্যানদের শুভেচ্ছা বার্তা। দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবী সামান্থাকে সাহজ জুগিয়ে অভিনেত্রীর জন্য একটি নোট শেয়ার করেছেন সোশাল মিডিয়ায়। সামান্থাকে সাহস জুগিয়ে তাঁর দ্রুত আরোগ্যের কামনা করেছেন কিয়ারা, জাহ্নবী, ক্রিতি, এলি আভরাম, হাংসিকা মোটওয়ানির মতো বলি সেলেবরা।খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাতে তিনি দ্রুত কাজে যোগ দিতে পারেন সেই প্রার্থনা করেছেন পুলকিত সম্রাট, উর্বশী রাউটেলা, রীতেশ দেশমুখ ও জেনেলিয়া ডিসুজা।              

RELATED ARTICLES

Most Popular