Placeholder canvas

Placeholder canvas
HomeবিনোদনDuet Clasical Music | শাস্ত্রীয় সঙ্গীতের যুগলবন্দিতে ভাসবে কলকাতা

Duet Clasical Music | শাস্ত্রীয় সঙ্গীতের যুগলবন্দিতে ভাসবে কলকাতা

Follow Us :

শাস্ত্রীয় সঙ্গীতে যুগলবন্দির সুরের মূর্ছনায় ভাসতে চলেছে শহর কলকাতা। তৃতীয় বছরে পা দিতে চলেছে শাস্ত্রীয় সংগীতের এই আসর ‘নাদ’।গত দু বছরে শাস্ত্রী সঙ্গীতের এই অনুষ্ঠান যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে। ২৪ থেকে ২৬ মার্চ  তিনদিন ধরে জি ডি বিড়লা সভাঘরে বসবে এই উচ্চাঙ্গ সংগীতের যুগলবন্দী আসর আসর। শাস্ত্রীয় সঙ্গীতের তাবড় তাবড় শিল্পীরাই এবারে অনুষ্ঠান করবেন। যুগলবন্দিতেও থাকছে চমক। সরোদে পন্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার, ভায়োলিনে কুমারেশ রাজগোপালন, তবলায় পন্ডিত বিক্রম ঘোষ—এমন অভিনব যুগলবন্দী দর্শকদের আকর্ষণ করবে বলে উদ্যোক্তারা মনে করেন। 
অন্যদিন থাকছে বাঁশিতে রনু মজুমদার, সরোদে পন্ডিত দেবজ্যোতি বোস এবং তবলায় পন্ডিত তন্ময় বোস। এছাড়াও শিল্পীদের মধ্যে থাকছেন বিশ্বমোহন ভাট, কুমার বোস-এর মত মায়েস্ত্ররা। 
শুধু যন্ত্রানুসঙ্গীত নয়, থাকছে নৃত্যানুষ্ঠানও। জয়া শীল এবং ওঁর দল পরিবেশন  করবে ‘অন্ডাল’। অলকানন্দা রায়  রবীন্দ্রনাথের ‘বাল্মীকি প্রতিভা’ পরিবেশন করবেন।ভারতীয় বিদ্যা ভবন এবং তবলা মায়েস্ত্র পন্ডিত বিক্রম ঘোষের উদ্যোগে গত বছর থেকে শুরু হয়েছে ‘নাদ’। ভারতীয় বিদ্যা ভবন-এর তরফ থেকে জি ভি সুব্রহ্মমনিয়ম এবং বিক্রম ঘোষ দুজনেই চেয়েছিলেন কলকাতার সাংস্কৃতিক পরিমন্ডলে শাস্ত্রীয় সঙ্গীতের ঐতিহ্যে অন্য মাত্রা আনতে। পন্ডিত বিক্রম ঘোষের কথায়, “আগের বছর জায়গার অভাবে বহু মানুষ ফিরে গেছেন, আমরা বসার জায়গা দিতে পারিনি। প্রথম বছরেই অভূতপূর্ব সাড়া আমরা পেয়েছিলাম। আশা করছি এবারেও সেই একইরকম সাড়া আমরা পাব।” সুরের মূর্ছনায় কলকাতা ভাসতে চলেছে খুব শীঘ্রই।

RELATED ARTICLES

Most Popular