skip to content

skip to content
HomeScrollমাইক্রোসফ্টে সাইবার হানা, রুশ সরকারের মদতে হ্যাকিং?

মাইক্রোসফ্টে সাইবার হানা, রুশ সরকারের মদতে হ্যাকিং?

মার্কিন প্রযুক্তি সংস্থা মাইক্রোসফ্টে সাইবার হানা

Follow Us :

মার্কিন প্রযুক্তি সংস্থা মাইক্রোসফ্টে সাইবার হানা চালানো হয়েছে, সম্প্রতি এই নিয়ে তথ্য প্রকাশ করেছে সত্য নাডেলার সংস্থা। রিপোর্ট অনুযায়ী, মাইক্রোসফ্টের কর্পোরেট ইমেল সিস্টেম হ্যাক করা হয়েছে। অভিযোগ রাশিয়ার হ্যাকারদের বিরুদ্ধে।

মাইক্রোসফ্ট জানিয়েছে, রুশ হ্যাকারদের এই কীর্তিতে, সংস্থার উচ্চপদস্থ কর্তাদের কর্পোরেট অ্যাকাউন্ট এবং নীচু স্তরের অনেক কর্মীর উপরেও এই সাইবার হানার প্রভাব পড়েছিল। সংস্থার সাইবার সুরক্ষা এবং আইনি পরামর্শ বিভাগের কর্মীরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। খুব কম সংখ্যক কর্পোরেট অ্যাকাউন্টে ঢুকতে পেরেছিল হ্যাকাররা। তবে এই হ্যাকিং চলাকালীন বেশ কিছু ইমেল এবং নথি চুরি করা হয়েছে। ১২ জানুয়ারি এই হ্যাকিংয়ের কথা জানতে পারার পর একদিনের মধ্যে হ্যাকারদের, কোম্পানির গোটা সিস্টেম থেকে বের করে দেওয়া হয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এদিকে মার্কিন সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নিয়ম মেনে এই বিষয়ে একটি রেগুলেটারি ফাইলিং দাখিল করেছে মাইক্রোসফ্ট।

আরও পড়ুন: এবার হ্যাক হচ্ছে স্মার্টওয়াচও, দাবি বিশেষজ্ঞদের

সূত্রের খবর, এই সাইবার হানা ২০২২ সালের নভেম্বরে সংগঠিত হয়েছিল। চলতি বছরের ১২ জানুয়ারিতে সেই হ্যাকিং ধরতে পারে মাইক্রোসফ্ট। এর আগে সোলার উইন্ড হ্যাক করা হয়েছিল। রুশ হ্যাকিং গোষ্ঠী মাইক্রোসফ্টে এই সাইবার হানা চালায় বলে মনে করা হচ্ছে। এই সাইবার হানার নেপথ্যে থাকা গোষ্ঠীকে রুশ সরকার মদত দেয় বলেও অভিযোগ।

আরও অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular