skip to content
Monday, July 1, 2024

skip to content
HomeকলকাতাBhawanipore Murder: ভবানীপুরে গুজরাতি দম্পতি খুনের ঘটনায় গ্রেফতার আরও দুই

Bhawanipore Murder: ভবানীপুরে গুজরাতি দম্পতি খুনের ঘটনায় গ্রেফতার আরও দুই

Follow Us :

কলকাতা: ভবানীপুরে গুজরাতি দম্পতি খুনের ঘটনায় আরও দু’জনকে গ্রেফতার করল পুলিস। মথুরা এবং ওডিশা থেকে তাঁদের গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হল- বিশাল অরোরা, সন্তোষ কুমার পতি। বিশাল হাওড়ার লিলুয়ার এবং সন্তোষ কলকাতার বাসিন্দা। তবে ওডিশাতেও সন্তোষের বাড়ি রয়েছে। এর আগে এই ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার করেছিল পুলিস। এই নিয়ে মোট ৫ জন পুলিসের জালে ধরা পড়লেও মূল চক্রীর নাগাল এখনও পাওয়া যায়নি।

এর আগে যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে তারা সকলেই হাওড়ার লিলুয়ার বাসিন্দা। তারা হল- সুবোধকুমার সিং, জ্যোতিন মেহেতা, রত্নাকর নাথ। কলকাতা পুলিস কমিশনার বিনীত গোয়েল জানিয়েছিলেন, বছর তিনেক আগে দূর সম্পর্কের আত্মীয়কে ১ লক্ষ টাকা ধার দিয়েছিলেন অশোক শাহ। এই টাকা শোধ করা নিয়েই ভবানীপুরের নিহত ব্যবসায়ীর সঙ্গে বচসা বেধেছিল খুনির। সেই ঘটনার জেরেই খুন হন গুজরাতি দম্পতি।

সোমবার দুপুরে ভবানীপুরের গুজরাটি ব্যবসায়ী অশোক শাহের স্ত্রীকে মাথার পিছনে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়। সেই গুলি কান দিয়ে বেরিয়ে যায়। অশোক শাহর পেটে ও গলায় ছুরি চালিয়ে খুন করা হয়। কিন্তু তাঁর স্ত্রীকে যেভাবে খুন করা হয়েছে তাতে লালবাজারের গোয়েন্দাদের অনুমান, এর পিছনে রয়েছে সুপারি কিলারদের হাত। কারণ, সোমবার ভরদুপুরে ভবানীপুরের মতো জায়গায় এইভাবে গুলি করা, ভাড়াটে খুনি ছাড়া সম্ভব নয়।

আরও পড়ুন: Mamata Banerjee: হাওড়ায় হিংসার পিছনে কিছু রাজনৈতিক দল, টুইটে অভিযোগ মমতার

RELATED ARTICLES

Most Popular