skip to content

skip to content
Homeকলকাতানারদ মামলায় চার্জশিট দিল ইডি, নাম রয়েছে তৃণমূলের হেভিওয়েটদের

নারদ মামলায় চার্জশিট দিল ইডি, নাম রয়েছে তৃণমূলের হেভিওয়েটদের

Follow Us :

কলকাতা: নারদ কাণ্ডে চার্জশিট জমা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷ প্রত্যাশিত মত তাতে একাধিক হেভিওয়েট তৃণমূল নেতাদের নাম রয়েছে৷ অভিযুক্তদের বিরুদ্ধে প্রিভেশনঅফ অফ মানি লন্ডারিং বা আর্থিক তছরুপের অভিযোগ এনে তদন্ত শুরু করেছিল ইডি৷ তার পর আজ সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায় এবং প্রাক্তন পুলিশ কর্তা এসএমএইচ মির্জার নামে চার্জশিট পেশ করেন তদন্তকারীরা৷ এঁদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে ইডি৷

২০১৬ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্য-রাজনীতিতে হই-চই ফেলে দেওয়া নারদ মামলার তদন্তভার হাতে পায় সিবিআই এবং ইডি৷ মূলত টাকা লেনদেন সংক্রান্ত যাবতীয় বিষয় দেখছিল ইডি৷ বুধবার এই মামলায় প্রথম চার্জশিট পেশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ তাতে নাম রয়েছে, পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম, পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, বিধায়ক মদন মিত্র, কলকাতার প্রাক্তন মেয়র ও মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় এবং আইপিএস অফিসার মির্জার৷ ওই পাঁচ জন ছাড়াও অভিযুক্তের তালিকায় নাম ছিল সৌগত রায়, অপরূপা পোদ্দার-সহ তৃণমূলের একাধিক সাংসদের৷ বিজেপি নেতা শুভেন্দু অধিকারীও এই মামলার অন্যতম অভিযুক্ত৷ কিন্তু তাঁদের নাম চার্জশিটে নেই৷ ইডি জানিয়েছে, এঁদের বিরুদ্ধে আরও তদন্ত হওয়া প্রয়োজন৷

আরও পড়ুন: ফুটেজে টাকা নিতে দেখা গেলেও ইডির চার্জশিটে নাম নেই শুভেন্দুর

একুশের ভোট মিটতেই নারদ মামলায় হঠাৎ গতি বাড়িয়ে দেয় সিবিআই৷ ১৭ মে বিনা নোটিশে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হন ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায় এবং মদন মিত্র৷ নিয়ে যাওয়া হয় নিজাম প্যালেসে৷ ভোটের পর এই গ্রেফতারের ঘটনায় বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ আনে তৃণমূল৷ খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেফতারের প্রতিবাদে সিবিআই দফতরে হাজির হন৷ সেখানে দীর্ঘক্ষণ ধর্নায় বসেছিলেন তিনি৷

আরও পড়ুন: ডেডলাইন ৪ নভেম্বর, রাজ্যে ভোট না হলে ইস্তফাই দিতে হবে মুখ্যমন্ত্রীকে

এর পর শুরু হয় আইনি লড়াই৷ জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত৷ সিবিআই চেয়েছিল মামলাটি রাজ্যের বাইরে অন্যত্র সরানোর৷ কিন্তু সুপ্রিম কোর্ট ঘুরে মামলা ফিরে আসে হাইকোর্টে৷ মে মাসের শেষে অভিযুক্তদের শর্তসাপেক্ষে অন্তর্বর্তী জামিন দেয় হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ৷

RELATED ARTICLES

Most Popular