skip to content

skip to content
HomeকলকাতাFire in Bus: রঞ্জি ট্রফির ফাইনাল চলাকালীন ইডেনের সামনে যাত্রীবোঝাই বাসে আগুন

Fire in Bus: রঞ্জি ট্রফির ফাইনাল চলাকালীন ইডেনের সামনে যাত্রীবোঝাই বাসে আগুন

Follow Us :

কলকাতা: ইডেন গার্ডেনসে (Eden Gardens) বাংলা বনাম সৌরাষ্ট্রের মধ্যে রঞ্জি ট্রফির ফাইনাল ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে। স্টেডিয়াম চত্বরে ক্রিকেটপ্রেমীদের ভিড়। তারমাঝেই হঠাৎ করে ঘটে গেল দুর্ঘটনা। ইডেন সংলগ্ন রাস্তায় আচমকাই একটি যাত্রী বোঝাই মিনি বাসে (Bus) আগুন (Fire) ধরে যায়। নিমেষের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আতঙ্ক ছড়িয়ে পড়ে পথচলতি সাধারণ মানুষের মধ্যে। দুর্ঘটনার জেরে কিছুক্ষণের জন্য ব্যাহত হয় যান চলাচল।

বৃহস্পতিবার দুপুরে ইডেন গার্ডেনসের (Eden Gardens) সামনে রাস্তার ধারে এসপ্ল্যানেড–বোটানিক্যাল গার্ডেনস রুটের একটি মিনিবাসে আগুন (Fire) লাগে। ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। পুলিশি উদ্যেগে ইডেন গার্ডেনস সংলগ্ন রাস্তা থেকে সবাইকে নিরাপদ দুরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়। অন্যান্য গাড়িগুলিকে আগুন লাগা মিনিবাসের থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। প্রথমে পুলিশকর্মীরাই আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর পাঠানো হয় দমকলেও। দমকলের একটি ইঞ্জিন এসে শেষ পর্যন্ত মিনিবাসের আগুন (Fire) নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন:Philippines Earthquake: ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.১

কী কারনে এবং কীভাবে এই দুর্ঘটনা ঘটল সেটা খতিয়ে এখছে পুলিশ (Police) ও দমকল আধিকারিকরা। মিনিবাসের চালক জানিয়েছেন, হঠাৎ করেই বাসে আগুন লেগে যায়। তবে সময়মতো যাত্রীদের নামিয়ে দেওয়া হয়েছিল। দুর্ঘটনার পর বাসটির ইঞ্জিন স্টার্ট হচ্ছে না বলেও জানিয়েছেন তিনি। এই ঘটনায় কোনও যাত্রী আহত হননি বলেই জানা যাচ্ছে।  

RELATED ARTICLES

Most Popular