Placeholder canvas

Placeholder canvas
HomeScrollপ্রায় ৭০ ঘণ্টা টানা তল্লাশির পর শনিবার স্বরূপের বাড়ি ছাড়ল আয়কর
Swarup Biswas

প্রায় ৭০ ঘণ্টা টানা তল্লাশির পর শনিবার স্বরূপের বাড়ি ছাড়ল আয়কর

বেশকিছু মোবাইল উদ্ধার হয়েছে বলে জানিয়েছে আয়কর দফতর

Follow Us :

কলকাতা: প্রায় ৭০ ঘণ্টা টানা তল্লাশির পর শনিবার রাজ্যের মন্ত্রী স্বরূপ বিশ্বাসের বাড়ি ছাড়ল আয়কর দফতর। নিয়োগ দুর্নীতি মামলায় জীবনের বাড়িতে টানা ৬৫ ঘণ্টা তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তারপর তাঁকে গ্রেফতার করেছিল ইডি। আর স্বরূপের বাড়িতে প্রায় ৭০ ঘণ্টা তল্লাশির পর আয়কর বিভাগের কর্তারা শনিবার সকালে বের হয়েছেন। কয়েকটি রিয়েল এস্টেট সংস্থার আর্থিক অনিয়ম সংক্রান্ত বিষয়ে স্বরূপের বাড়িতে তল্লাশি চালিয়েছে আইটি। আয়কর সূত্রে খবর, আগামী ৪ এপ্রিল বেশকিছু নথি নিয়ে স্বরূপকে হাজিরা দিতে বলা হয়েছে।

আয়কর ফাঁকি এবং আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগ রয়েছে। সেই অভিযোগেই এই তল্লাশি অভিযান বলে খবর। আয়কর সূত্রে খবর, ২টি রিয়েল এস্টেট সংস্থা সঙ্গে বেআইনি লেনদেনের অভিযোগ উঠেছে স্বরূপের বিরুদ্ধে। তবে কোনও আর্থিক লেনদেনের নথি ও টাকা উদ্ধার হয়নি বলে আয়কর সূত্রে খবর। তবে বেশকিছু মোবাইল উদ্ধার হয়েছে বলে জানিয়েছে আয়কর দফতর।

আরও পড়ুন: মহুয়া মৈত্রর কলকাতার বাড়িতে সিবিআইয়ের তল্লাশি

গত বুধবার ৬ জায়গায় আয়কর হানা দেয়। তালিকায় স্বরূপ বিশ্বাসের বাড়ির পাশাপাশি ছিল স্বরূপের স্ত্রী তৃণমূল কাউন্সিলর জুঁই বিশ্বাসের কার্যালয়ও। পাশাপাশি রানা সরকার নামে এক নির্মাণ ব্যবসায়ীর বাড়িতেও হানা দেন আইটি আধিকারিকরা। তিনি স্বরূপ বিশ্বাসের ঘনিষ্ঠ বলে পরিচিত। বুধবার রাতে আয়কর আধিকারিকদের একটি দল স্বরূপের নিউ আলিপুরের বাড়ি থেকে বেরিয়েছেন। তাঁদের হাতে ছিল বেশ কিছু নথি। কিন্তু তার পরেও বেশ কয়েক জন আধিকারিক স্বরূপের বাড়িতে রয়ে যান।

দেখুন আরও অন্যান্য খবর: 

RELATED ARTICLES

Most Popular