skip to content

skip to content
HomeকলকাতাHospital QR Code | আর লাইন নয়, কিউআর কোড স্ক্যানেই আউটডোরের টিকিট

Hospital QR Code | আর লাইন নয়, কিউআর কোড স্ক্যানেই আউটডোরের টিকিট

Follow Us :

কলকাতা: কিউআর কোড (QR Code) স্ক্যান করলেই এবার মিলবে আউটডোরের টিকিট। বর্তমানে সরকারি হাসপাতালের আউটডোরে ডাক্তার দেখাতে গেলে টিকিট (Ticket) করাতে হয়। তার জন্য লম্বা লাইনে দাঁড়াতে হয় সাধারন মানুষকে। এবার সেই সমস্যা দূর করতে তৎপর রাজ্য স্বাস্থ্যদফতর। এই টিকিট করার প্রক্রিয়ায় সময় বাঁচানোর লক্ষ্যে এবার কিউআর কোড ব্যবস্থা চালু করল এসএসকেএম (SSKM)। সোমবার থেকে টিকিটের নতুন ব্যবস্থা চালু হয়েছে ওই হাসপাতালে। 

সোমবার এসএসকেএমে ৮,৭৬৪ টিকিট কাটা হয়েছে, তার মধ্যে ১১৮টি টিকিট তৈরি হয়েছে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে। পাইলট প্রকল্প হিসেবে আপাতত এসএসকেএমে চালু হয়েছে এই ব্যবস্থা। আগামীদিনে রাজ্যের অন্যান্য হাসপাতালেও এই ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে বলেই জানাচ্ছেন স্বাস্থ্য কর্তারা। পিজি হাসপাতালের বিভিন্ন জায়গাতে লাগানো হয়েছে ওই কিউআর কোডের ছবি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, ওই টিকিট পাওয়ার জন্য নির্দিষ্ট কাউন্টারও খোলা হয়েছে। স্মার্টফোনে সেই কিউআর কোড স্ক্যান করে নিলে যে ফর্ম খুলবে, সেটি পূরণ করতে হবে আধার নম্বরের পাশাপাশি ব্যক্তিগত বিভিন্ন তথ্য, চিকিৎসকের বিভাগ ও তারিখ দিয়ে। ফর্ম পূরণ করার পর মিলবে একটি রেজিস্ট্রেশন নম্বর। নির্দিষ্ট কাউন্টারে গিয়ে সেই নম্বর জানালে সেখান থেকে টিকিটের প্রিন্টআউট বেরোবে। 

আরও পড়ুন:Luizinho Faleiro Quits TMC | তৃণমূল ও রাজ্যসভার সদস্যপদে ইস্তফা লুইজিনহো ফেলেইরোর

রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে চিকিৎসা পরিষেবা যত উন্নত হয়েছে ততই ভিড় বেড়়েছে বর্হিবিভাগে। কিন্তু টিকিট করাতে লম্বা লাইন দেওয়া বিরক্তিকর হয়ে দাঁড়ায় বিভিন্ন সময়। হয়রানির শিকার হতে হয়। সেই ভোগান্তি এড়াতে এর আগে অনলাইনে টিকিট বুক করার ব্য়বস্থা চালু হয়েছিল। এবার সেই ব্যবস্থা আরও সরল করতে কিউআর কোড স্ক্যান করে টিকিটের ব্যবস্থা করল স্বাস্থ্যদফতর। তবে এখনও বহু প্রান্তিক এলাকার মানুষের হাতে স্মার্ট ফোন নেই, প্রযুক্তি জ্ঞানও কম, তারা কি এই পরিষেবার সুযোগ পাবেন না? এই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। 

RELATED ARTICLES

Most Popular