skip to content

skip to content
Homeকলকাতানোদাখালিতে বিস্ফোরণ, বিজেপি সভাপতি সুকান্তের টুইট-খোঁচায় বিদ্ধ অভিষেক

নোদাখালিতে বিস্ফোরণ, বিজেপি সভাপতি সুকান্তের টুইট-খোঁচায় বিদ্ধ অভিষেক

Follow Us :

কলকাতা: নোদাখালির বিস্ফোরণে (Nodakhali Blast) শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary) দাবি করেছেন এনআইএ তদন্ত। আর বিজেপির রাজ্য সভাপতি (BJP State PresidenT) টার্গেট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhisekh Banerjee)। সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) তাঁর টুইটে অভিষেককে ট্যাগ করেছেন। ট্যাগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসিয়াল টুইটার হ্যান্ডলকেও।

বিজেপির রাজ্য সভাপতির অভিযোগ, পশ্চিমবঙ্গ বেআইনি কাজের পছন্দের জায়গায় পরিণত হয়েছে। নোদাখালিতে বিস্ফোরণের এলাকাটি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। ওই এলাকার সাংসদ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। যিনি সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো। যেহেতু ডায়মন্ড হারবার কেন্দ্রের ঘটনা তাই সুকান্ত’র টুইট-খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

সুকান্ত লিখেছেন, ‘আজ একটি বাড়িতে বিস্ফোরণ হয়েছে যেটা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এলাকা ডায়মন্ড হারবারের মধ্যে পড়ে। দুঃখজনক যে এই ঘটনায় কয়েক জনের প্রাণ গিয়েছে। যখন পশ্চিমবঙ্গ বেআইনি কাজের পছন্দের জায়গা হয়ে উঠেছে, সে সময় মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক ভ্রমণে বেরিয়েছেন। এ লজ্জার।’

আরও পড়ুন: Nodakhali Blast: এনআইএকে দিয়ে নোদাখালি বিস্ফোরণের তদন্ত চান শুভেন্দু অধিকারী

বুধবার সাত সকালেই ভয়াবহ বিস্ফোরণের শব্দে ঘুম ভাঙে সাতগাছিয়া বিধানসভার মোহনপুর এলাকার মানুষ জনের। পুলিশ সূত্রে জানা গিয়েছে বুধবার সকাল আনুমানিক সোয়া আটটা নাগাদ এই বিস্ফোরণ ঘটে। এলাকাটি বজবজ ২ নম্বর ব্লকের অন্তর্গত নোদাখালি থানার মধ্যে পড়ে। আর্যপাড়ার একটি বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশপাশের বাড়ির জানালার কাচ ভেঙে যায়। ঘটনায় বাড়ির মালিক অসীম মণ্ডল-সহ অসীমবাবুর আত্মীয় কাকুলি মিদ্দা এবং ওই কারখানার কর্মচারি অতিথি হালদার মারা গিয়েছেন।

RELATED ARTICLES

Most Popular