Placeholder canvas

Placeholder canvas
HomeদেশAbhishek Banerjee | অভিষেকের নেতৃত্বে রাজ্যের দাবি আদায়ে দিল্লিতে তৃণমূল, মন্ত্রীর দেখা...

Abhishek Banerjee | অভিষেকের নেতৃত্বে রাজ্যের দাবি আদায়ে দিল্লিতে তৃণমূল, মন্ত্রীর দেখা মিলল না

Follow Us :

নয়াদিল্লি: রাজ্যের প্রতি বঞ্চনার অভিযোগ তুলে রাজধানী দিল্লিতে কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী (Rural Development Minister) গিরিরাজ সিংয়ের (Giriraj Singh) দফতরে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের সাংসদরা (TMC MPs)। এদিন দিল্লির কৃষিভবনে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, শান্তনু সেন, সৌগত রায়, দোলা সেন, প্রদীপ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, দোলা সেন, মালা রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়, অর্জুন সিং প্রমুখ তৃণমূল সাংসদরা। অভিষেকের নেতৃত্বেই কৃষিভবনে যান ২৫ সাংসদ। 

সেখানে গিয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে সাক্ষাতের সময় চায় তৃণমূল। কিন্তু মন্ত্রী ছিলেন না। কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা হয়নি তৃণমূল সাংসদদের।  এ বিষয়ে সাংবাদিকদের সামনে অভিষেক বলেন, ডেরেক ও’ব্রায়েনের সঙ্গে  ফোনে কথা হয়েছিল কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর। তখন উনি ৫ তারিখ দেখা করবেন বলে আশ্বাসও দিয়েছিলেন। কিন্তু কথা দিয়েও এদিন উপস্থিত ছিলেন না তিনি মন্ত্রী। যদিও আমরা জানি, সকালে সংসদে গিয়েছিলেন উনি। কিন্তু আমরা আসব জেনেই হয়তো নেই মন্ত্রী। কারণ, তাঁর কাছে হয়তো আমাদের প্রশ্নের কোনও উত্তর নেই, বলে তোপ দাগেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

আরও পড়ুন: Namkhana TMC Poster | তৃণমূলের একাধিক নেতার বিরুদ্ধে পোস্টার নামখানায়

এদিন দিল্লির কৃষিভবনে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্য়ায়, শান্ত্বনু সেন, সৌগত রায়, দোলা সেন, প্রদীপ বন্দ্যোপাধ্য়ায় প্রমুখ তৃণমূল সাংসদরা। অভিষেকের নেতৃত্বেই কৃষিভবনে যান ২৫ সাংসদ। 

কৃষিভবনে গিয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে সাক্ষাতের সময় চায় তৃণমূল। কিন্তু মন্ত্রী ছিলেন না। কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা হয়নি অভিষেকের  নেতৃত্বে তৃণমূল সাংসদদের।  এপ্রসঙ্গে কৃষিভবন থেকে বেরিয়ে এসে চড়া সুরে তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বলেন, ডেরেক ও’ব্রায়েনের সঙ্গে  ফোনে কথা হয়েছিল কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর। তখন উনি ৫ তারিখ দেখা করবেন বলে আশ্বাসও দিয়েছিলেন। কিন্তু কথা দিয়েও থাকেননি মন্ত্রী। যদিও সকালে সংসদে গিয়েছিলেন। কিন্তু আমরা আসব জেনেই হয়তো ছিলেন না মন্ত্রী। কারণ, তাঁর কাছে হয়তো আমাদের প্রশ্নের কোনও উত্তর নেই। 

অভিষেক জানান, তাঁরা সচিবের সঙ্গে দেখা  করেন। কী কারণে বকেয়া আটকে রয়েছে তাঁর কাছে জানতে চাওয়া হয়। কিন্তু তাঁর প্রশ্নের জবাব দিতে পারেননি সচিব। অভিষেকের দাবি, একজন সচিব অবশ্য বলেন, আমরা বাংলার টাকা ছাড়তে চাই। কিন্তু প্রতিবার এসে এরা ক্ষোভ-বিক্ষোভ করে বলেন যে বাংলার টাকা ছাড়া যাবে না। অভিষেক আরও বলেন, মুখ্যমন্ত্রীর অনুরোধেও সাহায্য মেলেনি। ৭ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে রাজ্যের। ১০০ দিনের কাজের টাকা বকেয়া, আবাস যোজনার টাকা বকেয়া। এই সব টাকা রাজ্যের হকের পাওনা। 

এরপরেও কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর দেখা না পেলে মন্ত্রকের সামনেই ধরনার হুঁশিয়ারি পর্যন্ত এদিন দিয়েছেন অভিষেক। সেই ধরনায় তিনি নিজে বসবেন বলেও জানান অভিষেক। এদিন কৃষিমন্ত্রকের সচিবদের হাতে স্মারকলিপি তুলে দেয় তৃণমূল। 

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Stadium Bulletin | আইএসএল ফাইনালের আগে উত্তেজনার পারদ চড়ছে যুবভারতীতে
03:28
Video thumbnail
আমার শহর (Amar Sahar) | হয়নি পর্যটনের করিডোর, হয়নি পর্যটনের করিডোর
02:14
Video thumbnail
Abhishek Banerjee | 'বাংলাকে কলুষিত করার নিকৃষ্টতম চেষ্টা বিজেপির' : অভিষেক
01:38
Video thumbnail
Suvendu Adhikari | 'শুভেন্দু কেন বারবার সন্দেশখালিতে?' সন্দেশখালি নিয়ে শুভেন্দুকে নিশানা
02:41
Video thumbnail
Buddhadeb Bhattacharjee | ভোটের আগে বুদ্ধদেব ভট্টাচার্য কী বললেন? দেখুন সিপিএমের AI ভিডিও
02:03
Video thumbnail
Sandeshkhali | 'সন্দেশখালির আন্দোলন তৈরি করা', ভাইরাল ভিডিয়ো
11:48
Video thumbnail
Mamata Banerjee | চাকদহে ভোট প্রচার থেকে কী বললেন মমতা, দেখুন ভিডিও
24:01
Video thumbnail
Loksabha Election 2024 | 'চুনাও কা পর্ব, দেশ কা গর্ব', ভোটদানে উৎসাহ দিতে বার্তা
00:58
Video thumbnail
৪টেয় চারদিক | সন্দেশখালি ঘটনার পর্দা ফাঁস, কী বললেন মুখ্যমন্ত্রী
48:01
Video thumbnail
Anandapur Police Station | আনন্দপুর থানার নতুন ওসি হলেন জয়ন্তকুমার মুখার্জি
02:02