skip to content

skip to content
Homeবীরভূমে ফের উদ্ধার বোমা!
Array

বীরভূমে ফের উদ্ধার বোমা!

Follow Us :

বীরভূম: ভোটের (Election) পরেও ফের বিপুল পরিমানে বোমা উদ্ধার বীরভূমে (Birbhum)। বীরভূমের রামপুরহাট (Rampurhat) থানার রদিপুর (Rodipur) গ্রামে একটি পরিত্যক্ত বাড়ি থেকে ৬০ বাক্স, আনুমানিক বারো হাজার পিস জিলেটিন স্টিক উদ্ধার করল রামপুরহাট থানার পুলিশ। তবে এই বোমা উদ্ধারের ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার বা আটক করা হয়নি। ইতিমধ্যে তদন্তে নেমেছে পুলিশ। 

সম্প্রতি বেআইনিভাবে বিস্ফোরক কারবারের জন্য রামপুরহাট মহকুমায় দুই তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে এনআইএ। তবে এর পরেও বিপুল পরিমানে বোমা উদ্ধার হওয়ায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বীরভূমের রামপুরহাটে। 

আরও পড়ুন: মুক্তির আগেই পরিচালক-অভিনেতা দ্বন্দ্ব ‘সাভারকর’ নিয়ে

প্রসঙ্গত, চলতি সপ্তাহের মঙ্গলবার সকালে দুবরাজপুর থানার পুলিশ বুদ গ্রামে তল্লাশি অভিযান চালায়। শাল নদীর পাড় থেকে ৬০ টি তাজা বোমা উদ্ধার করে। বম্ব স্কোয়াডে খবর দেয় পুলিশ। এর বেশ কিছুক্ষণ পর ঘটনাস্থলে আসে বম্ব স্কোয়াড। পুলিশ সূত্রে খবর, ফাঁকা জায়াগায় নিয়ে গিয়ে বোমগুলো নিষ্ক্রিয় করে দেওয়া হয়। তবে সাতসকালে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আতঙ্কিত স্থানীয়রা। কে বা কারা বোমা রাখল, সেই নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত কাউকে চিহ্নিত করা সম্ভব হয়নি বলে খবর দুবরাজপুর থানা সূত্রে।

পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election) মিটেছে অনেকদিন হল। তারপরও জেলার বিভিন্ন প্রান্ত থেকে বোমা উদ্ধারের ঘটনা ঘটছে। আর এই তাজা বোমা উদ্ধারের ঘটনা নিয়ে বিরোধীরাও সুর চড়াতে শুরু করেছে। গত বছর বগটুইয়ে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিজিকে নির্দেশ দিয়েছিলেন, রাজ্যের সব বোমা এক মাসের মধ্যে উদ্ধার করতে হবে। কেন এখনও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বোমা পাওয়া যাচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধী দলগুলো।

RELATED ARTICLES

Most Popular