skip to content
Sunday, June 23, 2024

skip to content
HomeদেশLalu Prasad-CBI: ‘অসুস্থ’ লালুকেও রেয়াত করল না সিবিআই, টানা ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

Lalu Prasad-CBI: ‘অসুস্থ’ লালুকেও রেয়াত করল না সিবিআই, টানা ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

Follow Us :

নয়াদিল্লি: লালু-পত্নীকে জিজ্ঞাসাবাদের পরদিনই মঙ্গলবার খোদ বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবকেও (Former Bihar chief minister Lalu Prasad Yadav) জিজ্ঞাসাবাদ করল সিবিআই। ‘চাকরির বদলে জমি’ দুর্নীতি মামলায় অসুস্থ লালুপ্রসাদকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা। সম্প্রতি সিঙ্গাপুর থেকে কিডনি অস্ত্রোপচার (kidney Transplant) করে দেশে ফিরেছেন তিনি। বাইরের লোকের সঙ্গে দেখা করা বারণ। তা সত্ত্বেও তাঁকে রেয়াত করেনি সিবিআই। যদিও তাঁর অসুস্থতা সম্পর্কে সিবিআই আধিকারিকদের নিরাপদ দূরত্ব বজায় রেখে মাস্ক পরে ঢুকতে বলে দেওয়া হয়েছিল।

একটি সূত্র জানিয়েছে, লালু যাদবের কিছুদিন আগেই কিডনি প্রতিস্থাপন হয়েছে। এই অবস্থায় বাইরের লোকের সংস্পর্শে এলে তাঁর সংক্রমণ ঘটতে পারে। অ্যালার্জি হতে পারে। তাই তদন্তকারীদের বলে দেওয়া হয়েছিল, তাঁরা যেন নিরাপদ দূরত্ব বজায় রাখেন এবং মাস্ক পরে থাকেন। পাণ্ডারা পার্কের বাড়িতে প্রায় ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদের শেষে চলে যায় সিবিআই।

আরও পড়ুন: Conrad Sangma Sworn-in As Meghalaya CM: মেঘালয়ে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ সাংমার, বিজেপি পেল মন্ত্রী

সিবিআইয়ের আচমকা তৎপরতার প্রতিক্রিয়ায় লালু-রাবড়ি পুত্র তথা বিহারের উপমুখ্যমন্ত্রী আরজেডি নেতা তেজস্বী যাদব বলেন, আমি তো ছোটবেলা থেকে বাড়িতে এ ধরনের তদন্ত দেখে দেখে অভ্যস্ত হয়ে গিয়েছি। আসলে বিহারে এখন আরজেডি-সংযুক্ত জনতা দলের সরকার ভালোভাবে চলছে, সেটা সহ্য হচ্ছে না বিজেপির।

প্রসঙ্গত, ‘চাকরির বদলে জমি’ (Land for Job Scam) মামলায় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী (Former Bihar chief minister Rabri Devi) তথা আরজেডি (RJD) নেত্রী রাবড়ি দেবীর বাড়িতে সিবিআই (CBI) আসে। সোমবার সকাল সাড়ে ৯টা নাগাদ সিবিআইয়ের ১২ সদস্যের একটি দল চারটি গাড়িতে চেপে লালুপ্রসাদ যাদবের (Lalu Prasad Yadav) বাড়িতে পৌঁছে যায়। বাড়িতে ছিলেন পুত্র তেজস্বী যাদব (Tejaswi Yadav) এবং তেজপ্রতাপ যাদবও। এর আগে লালুপত্নী রাবড়ি দেবীকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিস দিয়েছিল সিবিআই। তারপর আচমকাই সোমবার সকালে লোকলস্কর নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে হাজির হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর প্রতিক্রিয়ায় আপ সভাপতি এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, বিরোধী দলনেতাদের হেনস্তা করা অন্যায়।

বিরোধীদের পিছনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা লেলিয়ে দেওয়ার প্রতিবাদে রবিবারই অ-বিজেপি, অ-কংগ্রেসি দলগুলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি প্রতিবাদপত্র পাঠায়। ওই চিঠিতে স্বাক্ষর করেছিলেন আরজেডি নেতা তথা বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। দলের নেত্রীর বাড়িতে সিবিআই ঢোকার খবর চাউর হওয়া মাত্রই দলে দলে কর্মীরা লালু-রাবড়ির বাড়ির সামনে এসে বিক্ষোভ দেখাতে থাকেন। উল্লেখ্য, গত মে মাসে নতুন একটি দুর্নীতি মামলায় সিবিআই বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব এবং তাঁর পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে মামলা করেছিল। লালুপ্রসাদ ছাড়াও তাঁর স্ত্রী রাবড়ি দেবী, মেয়ে মিসা ভারতী (Misa Bharti) এবং হেমা যাদব সহ ১৬ জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়। 

লালুপ্রসাদের বিরুদ্ধে অভিযোগ, ইউপিএ সরকারের রেলমন্ত্রী থাকাকালীন তিনি রেলে চাকরির বিনিময়ে জমি ঘুষ নিয়েছিলেন। গতবছর অক্টোবরে এই মামলায় লালু-রাবড়ি সহ ১৬ জনের বিরুদ্ধে চার্জশিট দেয় সিবিআই। সংস্থার অভিযোগ, লালুপ্রসাদ এবং তাঁর পরিবার চাকরির বদলে জমি দখল করার দুর্নীতিতে প্রায় ১ লক্ষ বর্গফুট জমি করায়ত্ত করেছিলেন। বাজারদরের নামমাত্র দামে মাত্র ২৬ লক্ষ টাকায় ওই জমি যাদব পরিবারের নামে হস্তান্তর হয়। সেই আমলে যার প্রকৃত মূল্য ছিল ৪ কোটি ৩৯ লক্ষ টাকা। এবারের সিবিআই তল্লাশি ও জিজ্ঞাসাবাদের নেপথ্যে রয়েছে নতুন কিছু তথ্য। এমনটাই সিবিআই সূত্রে জানা গিয়েছে। 

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Modi - Hasina | আজ মোদি-হাসিনা বৈঠক, কোন কোন বিষয়ে চুক্তি? দেখুন পুরো ভিডিও
03:41:40
Video thumbnail
Tejashwi Yadav | প্রশ্ন ফাঁস নিয়ে রাজনীতি করছে NDA অভিযোগ তেজস্বীর
03:22:11
Video thumbnail
Kapil Sibal | সোরেন-কেজরিওয়াল যেন টম-ডিক অথবা হ্যারি! গর্জে উঠলেন সিব্বল
03:37:00
Video thumbnail
Puri | জমজমাট পুরী দেশজুড়ে পালিত হচ্ছে জগন্নাথ দেবের স্নানযাত্রা
03:08:00
Video thumbnail
Madhuparna Thakur | উপনির্বাচনে সৌজন্য তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর , কী করলেন ?
10:19:46
Video thumbnail
NEET | NET | নিট-নেট কেলেঙ্কারি নতুন আইন নিয়ে কংগ্রেসের প্রতিক্রিয়া কি?
08:57:46
Video thumbnail
Weather Update | অপেক্ষার অবসান ! বর্ষা প্রবেশ করেছে দক্ষিণবঙ্গে , প্রবল বৃষ্টি কবে কবে?
07:04:31
Video thumbnail
Murshidabad | বন্দুক উঁচিয়ে ক্লাসে দুই পড়ুয়া ! মুর্শিদাবাদের স্কুলে হুলস্থুল কাণ্ড
07:27:30
Video thumbnail
NEET Scam | NEET কেলেঙ্কারি গ্রেফতার বড় মাথা দেখুন চাঞ্চল্যকর ভিডিও
00:00
Video thumbnail
Office Timing | ১ মিনিট দেরি হলেই 'শাস্তি' , সরকারি কর্মীদের অফিসে ঢোকার সময় বেঁধে দিল কেন্দ্র ?
07:43:56