Placeholder canvas

Placeholder canvas
HomeখেলাMamata Banerjee-Mohun Bagan | সোমবার মোহনবাগান তাঁবুতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee-Mohun Bagan | সোমবার মোহনবাগান তাঁবুতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Follow Us :

কলকাতা: শনিবার বেঙ্গালুরু এফসি-কে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে এটিকে মোহনবাগান। এরপর থেকেই বাঁধ ভাঙা উচ্ছ্বাসে ভাসে সবুজ-মেরুন সমর্থকেরা। ভারতসেরা হওয়ার কিছুক্ষণ পরেই অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিনন্দন বার্তায় মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘আইএসএল ফাইনালে অসাধারণ পারফরম্যান্সের জন্য এটিকে মোহনবাগান অভিনন্দন। ফুটবলের প্রতি ভালবাসা, কঠোর পরিশ্রমের ফলে আপনারা আরও উজ্জ্বল হয়ে উঠবেন। ভবিষ্যতের জন্য শুভকামনা।‘ সোমবার বেলা ১২টার সময় মোহনবাগান তাঁবুতে এসে আইএসএল জয়ী দলকে সংবর্ধনা জানাবেন তিনি। 

রবিবার শহরে ফিরেই পরের মরসুমের প্রস্তুতি শুরু করে দিল মোহনবাগান। এবারের আইএসএল জয়ী কোচ জুয়ান ফেরান্দোর উপরেই ভরসা রাখলেন বাগান কর্তারা। পরের মরসুমেও দলের কোচ থাকবেন তিনি। ট্রফি জিতে শহরে ফিরে ঘুরিয়ে সে কথা জানিয়ে দিলেন দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা। তিনি জানিয়েছেন, জয়ী দলে কেন অযথা পরিবর্তন করতে যাবেন! বাগান সূত্রে খবর, আরও ১ বছর কোচ থাকছেন ফেরান্দো।

২০২০ সালে আইএসএলে ফেরান্দোকে কোচ করে আনে এফসি গোয়া। প্রথম মরসুমেই তাঁর অধীনে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলেছিল গোয়া। পরের মরসুমে তাঁর অধীনেই ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছিল গোয়া। কিন্তু সেই বছরই সবাইকে চমকে দিয়ে গোয়ার প্রধান কোচের পদ ছেড়ে দিয়ে মোহনবাগানের কোচ হন ফেরান্দো। মরসুমের মাঝপথে দায়িত্ব নেওয়ার পরেও নিজের জাত চিনিয়েছিলেন এই স্প্যানিশ কোচ।

আরও পড়ুন: IND vs AUS: মিচেল স্টার্কের ৫ উইকেট, ১১৭ রানে গুটিয়ে গেল ভারতের ইনিংস

এবছর শুরু থেকেই চ্যাম্পিয়ন হওয়ার মানসিকতা নিয়ে নেমেছিলেন ফেরান্দো। তাঁর কোচিংয়ে প্রতিটি ডার্বিতেই ইস্টবেঙ্গলকে হারিয়েছে মোহনবাগান। কোচ হিসাবে আক্রমণাত্মক ফুটবল খেলাতে ভালবাসেন তিনি। প্রতি মুহূর্তে সাইডলাইনে দাঁড়িয়ে ফুটবলারদের নির্দেশ দিতে দেখা যায় ফেরান্দোকে। দেখে বোঝা যায়, খেলার মধ্যে কতটা মগ্ন তিনি। শেষ পর্যন্ত এ বার মোহনবাগানকে চ্যাম্পিয়ন করেছেন ফেরান্দো।

 উল্লেখ্য, মোহনবাগানকে ৪৭টি ম্যাচে কোচিং করিয়েছেন ফেরান্দো। জিতেছেন ২৬টি ম্যাচে। ১০টি ম্যাচে ড্র ও ১১টি ম্যাচে হেরেছেন তিনি। তাঁর জয়ের শতাংশ ৫৫.৩২। তরুণ কোচের উপরেই ভরসা রাখছে মোহনবাগান। তাঁকেই দেওয়া হয়েছে পরের মরসুমের দায়িত্ব।

RELATED ARTICLES

Most Popular