Placeholder canvas

Placeholder canvas
HomeদেশDelhi Liquor Policy Case: সিবিআইয়ের তলবে এক সপ্তাহ সময় চাইলেন মনীশ সিসোদিয়া

Delhi Liquor Policy Case: সিবিআইয়ের তলবে এক সপ্তাহ সময় চাইলেন মনীশ সিসোদিয়া

Follow Us :

নয়াদিল্লি: দিল্লির আবগারি দুর্নীতি (New Liquor Sale Policy) মামলায় সিবিআইয়ের (CBI) তলবে আরও সময় চাইলেন উপ মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া (Deputy Chief Minister of Delhi Manish Sisodia)। রবিবার সকালে উপ মুখ্যমন্ত্রী সিসোদিয়া সিবিআইকে আরও সময় দেওয়ার অনুরোধ জানান। এদিন সাংবাদিকদের তিনি বলেন, অরবিন্দ কেজরিওয়াল সরকারের (Delhi Chief Minister Arvind Kejriwal) অর্থমন্ত্রী হওয়ার কারণে তিনি এখন ২০২৩-‘২৪ অর্থবর্ষের বাজেট তৈরিতে ব্যস্ত। সিবিআই তদন্তে পূর্ণ সহযোগিতা করতে তিনি প্রস্তুত, একথায় জোর দিয়ে বলেন, তাই আমি তদন্তকারী সংস্থার কাছ থেকে অন্তত এক সপ্তাহ সময় চেয়ে নিচ্ছি।

রবিবারই বেলা ১১টায় দক্ষিণ দিল্লির লোধি রোডে সিবিআই সদর দফতরে হাজিরা দেওয়ার কথা মনীশ সিসোদিয়ার। তিনি জানান, ওরা আমার উপর বেলাগাম শক্তি প্রয়োগ করছে। কখনও সিবিআই, কখনও ইডি দিয়ে তল্লাশি চালাচ্ছে। ওরা আমার বাড়ি, ব্যাঙ্ক লকারে তল্লাশি চালিয়েছে। কিন্তু, কোথাও কিছু পায়নি।

আরও পড়ুন: Pakistan Aid To Turkey: তুরস্কের পাঠানো ত্রাণই ইস্তানবুলে পাঠিয়েছে পাকিস্তান, সমালোচনার ঝড়

প্রসঙ্গত, দিল্লিতে আবগারি দুর্নীতি মামলায় আম আদমি পার্টির নেতা তথা উপ মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া ও অন্যান্যের বিরুদ্ধে লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনার নির্দেশে তদন্ত চালাচ্ছে সিবিআই। নয়া আবগারি নীতি প্রয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল আপ সরকারের বিরুদ্ধে। যদিও তদন্ত শুরু হওয়ার পরেই দিল্লির আপ সরকার নয়া নীতি বাতিল করে ফের পুরনো নীতিতে ফিরে যায়। এর জন্য তারা রাজস্ব সংগ্রহে বিরাট ক্ষতির দায়ভার চাপায় লেফটেন্যান্ট গভর্নরের বিরুদ্ধে।

বিরোধী দল বিজেপির অভিযোগ, আপ পুরনো আবগারি নীতিতে ফিরে গিয়েছে সিসোদিয়ার বিরুদ্ধে দুর্নীতির কলঙ্ক ধামাচাপা দিতে। অন্যদিকে, লেফটেন্যান্ট গভর্নরের আচরণের পিছনে কেন্দ্রের বিজেপি সরকারের হাত আছে বলে বিভিন্ন সময় অভিযোগ তুলেছেন অরবিন্দ কেজরিওয়াল ও নেতৃত্ব।

লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে আপের সংঘাত নতুন নয়। এই মাত্র দুদিন আগেই দিল্লি পুরসভায় মনোনীত সদস্যদের মেয়র নির্বাচনে ভোটাধিকার সুপ্রিম কোর্ট বাতিল করে দেওয়ায় মুখে কালি পড়ে বিজেপির। সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরদিনই সিবিআই সিসোদিয়াকে আবগারি দুর্নীতিকাণ্ডে তলব করে নোটিস পাঠায়। 

RELATED ARTICLES

Most Popular