Placeholder canvas

Placeholder canvas
Homeআন্তর্জাতিকPakistan Aid To Turkey: তুরস্কের পাঠানো ত্রাণই ইস্তানবুলে পাঠিয়েছে পাকিস্তান, সমালোচনার ঝড়

Pakistan Aid To Turkey: তুরস্কের পাঠানো ত্রাণই ইস্তানবুলে পাঠিয়েছে পাকিস্তান, সমালোচনার ঝড়

Follow Us :

ইসলামাবাদ: পাকিস্তানের (Pakistan) ভয়াবহ বন্যার (Flood) সময় তুরস্ক (Turkey) যে ত্রাণসাহায্য পাঠিয়েছিল, সেগুলিই ইস্তানবুলে ভূমিকম্পে (Earthquake) দুর্গতদের জন্য পাঠাচ্ছে ইসলামাবাদ। এমন একটা খবরে অস্বস্তিতে পড়ে গিয়েছে পাক সরকার। এক সাংবাদিকের খবর অনুযায়ী, গত বছর পাকিস্তানে বন্যার সময় ত্রাণসাহায্য পাঠিয়েছিল তুরস্ক। পাকিস্তান সেগুলিই নতুন প্যাকিং বক্সে ভরে তুরস্কে পাঠিয়েছে। এর ফলে তুরস্কের প্রশাসন যারপরনাই অভিমান প্রকাশ করেছে। এবং তারা সেই কথা পাকিস্তানের বিদেশ মন্ত্রককে জানিয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্র জানিয়েছে, তুরস্কের কনসুলেট জেনারেল এনিয়ে পাক বিদেশ মন্ত্রকের কাছে হতাশা প্রকাশ করেছেন।

আরও পড়ুন: Nirmala Sitharaman: দাবি মেনে নিল কেন্দ্র, শীঘ্রই সব রাজ্যকে মিটিয়ে দেওয়া হবে জিএসটি’র বকেয়া

পাকিস্তানের আরও অস্বস্তির কারণ হল, এর আগেই দেশের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ তুরস্কের ভূমিকম্প বিধ্বস্ত এলাকা পরিদর্শনের সূচি বাতিল করেছিলেন। তিনি এবং বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারির ২ দিনের তুরস্কে যাওয়ার কথা ছিল। হঠাৎ সেই সফর বাতিল করা নিয়েও সমালোচনার মুখে পড়তে হয়েছে সরকারকে। দেশ যখন ভয়ঙ্কর আর্থিক সমস্যায় টলমল, তখন প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রীর বিদেশ সফর নিয়ে ব্যাপক সমালোচনা ঝড় বয়ে যায়। এবার ত্রাণ নিয়ে নতুন করে বিতর্ক দেখা দেওয়ায় পাক সরকার বেশ কিছুটা ব্যাকফুটে। 

RELATED ARTICLES

Most Popular