Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাAbhishek Banerjee | সিবিআইয়ের মুখোমুখি হতে হবে অভিষেককে? রাত পোহালেই রায়দান

Abhishek Banerjee | সিবিআইয়ের মুখোমুখি হতে হবে অভিষেককে? রাত পোহালেই রায়দান

Follow Us :

কলকাতা: নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে তোলপাড় রাজ্য। এরই মধ্যে ধৃত তৃণমূলের প্রাক্তন যুব নেতা কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলার রায়দান হতে চলেছে বৃহস্পতিবার।

নিয়োগ দুর্নীতি মামলায় জোর করে তাঁকে দিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তুলে দক্ষিণ ২৪ পরগনার জেলা জজ এবং হেস্টিংস থানায় চিঠি দিয়েছিলেন কুন্তল। ইডি-র তরফে আদালতে জানানো হয়, প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দি কুন্তল যে চিঠি লিখেছেন তা জেল কোড মেনে হয়নি। এরপরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কুন্তলের মুখোমুখি বসিয়ে জেরা করা হোক। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন অভিষেক। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় অভিষেককে জিজ্ঞাসাবাদে স্থগিতাদেশ দেন। সেই সঙ্গে ওই মামলাটি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরিয়ে নতুন বিচারপতি নিয়োগের নির্দেশ দেন।

আরও পড়ুন: Kolkata Waterlogging | জলযন্ত্রণার ছবি পাল্টাতে আগেভাগেই তৎপর পুরসভা! একাধিক নির্দেশ মেয়রের

নতুন বিচারপতি অমৃতা সিনহাও জানিয়ে দেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চাইলে অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারে। পরবর্তীতে কুন্তল ঘোষের চিঠির মামলা থেকে অব্যাহতি চান অভিষেক‌। কিন্তু সেখানেও রক্ষাকবচ মেলেনি। এরপর মঙ্গলবার মামলার শুনানি হয়। এই মামলার শুনানি শেষ হয়েছে। ওই দিন মুখবন্ধ খামে রিপোর্ট ও জমা দিয়েছে সিবিআই এবং ইডি। যদিও রায়দান স্থগিত রাখা হয়েছে। তবে রায়দানের আগে পর্যন্ত অভিষেককে জিজ্ঞাসাবাদে কোন স্থগিতাদেশ নেই। ‌এবার দেখার যে, এই মামলায় কী রায় দেন বিচারপতি।

RELATED ARTICLES

Most Popular