Homeজেলার খবরSagardighi By-Election: মাধ্যমিক দোরগোড়ায়, সাগরদিঘি উপনির্বাচনের প্রচার শেষ ২০ ফেব্রুয়ারি

Sagardighi By-Election: মাধ্যমিক দোরগোড়ায়, সাগরদিঘি উপনির্বাচনের প্রচার শেষ ২০ ফেব্রুয়ারি

Follow Us :

কলকাতা: আগামী ২৭ ফেব্রুয়ারি সাগরদিঘি (Sagardighi) বিধানসভার উপনির্বাচন (Assembly By-Election)। নির্বাচন কমিশন (EC) জানিয়েছে, প্রচার করা যাবে ২০ ফেব্রুয়ারি, সকাল ১০টা পর্যন্ত। কারণ মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam) শুরু হচ্ছে ২৩ ফেব্রুয়ারি, সকাল ১০টা থেকে। তাই তার ৭২ ঘণ্টা অর্থাৎ ২০ ফেব্রুয়ারি, সকাল ১০টা পর্যন্ত প্রচার করা যাবে। এরপর আর কোনওরকম মিটিং, মিছিল, জনসভা, স্ট্রিট কর্নার কিছুই করা যাবে না। কেবলমাত্র বাড়ি বাড়ি গিয়ে প্রচার করা যাবে। সে ক্ষেত্রেও মাথায় রাখতে হবে যাতে কোনওভাবে মাধ্যমিক পরীক্ষার্থীদের অসুবিধা না হয়। এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে।

সাগরদিঘির উপনির্বাচনকে আগামী পঞ্চায়েত নির্বাচনের মহড়া হিসেবে ধরে ময়দানে রাজনৈতিক দলগুলি। একদিকে যেমন শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC), অন্যদিকে বাম-ডান ও বিজেপির (BJP) প্রচারেও কোনওরকম খামতি নেই। আর দু’মাস পরেই রাজ্যে হতে চলেছে পঞ্চায়েত নির্বাচন। শাসকদল সাগরদিঘি বিধানসভার উপনির্বাচনে প্রচারের জন্য তারকা প্রচারক হিসেবে ৪০ জনের নাম নির্বাচন কমিশনের কাছে পাঠিয়েছে এবং প্রচারের অনুমতিও মিলেছে। 

আরও পড়ুন: WB Assembly Session: রাজ্যপালের ভাষণ নিয়ে হট্টগোল বিধানসভায়, কেন্দ্রকে তীব্র আক্রমণ মমতার

সাগরদিঘী কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে স্থানীয় নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে৷ প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে থাকার পাশাপাশি থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়,  ফিরহাদ হাকিম, মহুয়া মৈত্ররাও৷ অন্যদিকে এই কেন্দ্রে বিজেপির প্রার্থী দিলীপ সাহা৷ সেখানেও শুভেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্যায়-সহ হেভিওয়েট নেতারা প্রচার করবেন৷ ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী সুব্রত সাহা৷ পরে তিনি রাজ্যের মন্ত্রীও হয়েছিলেন৷ কিন্তু ২০২২ সালের ২৯ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি৷ সেই আসনে এবার নতুন করে হতে চলেছে নির্বাচনী লড়াই৷ সাগরদিঘির গোটাটাই পঞ্চায়েত এলাকা। একটি ব্লকে আছে ১১ টি পঞ্চায়েত। স্বাভাবিকভাবেই আগামী পঞ্চায়েত নির্বাচনের মহড়া যে সাগরদিঘির উপনির্বাচন থেকেই শুরু হতে চলেছে সেকথা বলার অপেক্ষা রাখে না। 

নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যেই সব রকমের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কমিশন জানিয়েছে, ২৪৫টি বুথ এবং একটি অক্সিলিয়ারি বুথ নিয়ে মোট ২৪৬টি বুথ সাগরদিঘি হবে। সব বুথেই থাকবে সিসিটিভি, থাকছে ১৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, এছাড়া রাজ্য সশস্ত্র ও লাঠিধারী পুলিশ। পাশাপাশি এলাকায় আসছেন কমিশনের সব পর্যবেক্ষকরা।

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, সাগরদিঘিতে মোট ভোটদাতা ২,৪৫,৮২৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,২৪,৫৩৩ জন, মহিলা ১,২১,২৮৭ জন, তৃতীয় লিঙ্গের ভোটার ৫ জন, সার্ভিস ভোটার ২৯১ জন, ৮০ বছরের ঊর্ধ্বে ভোটার ২২৬৮ জন, পিডব্লিউডি ভোটার ১৫৩২ জন, ১৮-১৯ বছরের ভোটার আছেন ৬২৫১ জন। সেক্টর অফিস ২২টি। থাকছে ক্যুইক রেসপন্স টিম। একদিকে উপনির্বাচন ঘিরে কমিশনের নিরাপত্তার প্রস্তুতি। অন্যদিকে প্রচারের প্রস্তুতিতেও কোনও খামতি নেই।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Stadium Bulletin | আইএসএল ফাইনালের আগে উত্তেজনার পারদ চড়ছে যুবভারতীতে
03:28
Video thumbnail
আমার শহর (Amar Sahar) | হয়নি পর্যটনের করিডোর, হয়নি পর্যটনের করিডোর
02:14
Video thumbnail
Abhishek Banerjee | 'বাংলাকে কলুষিত করার নিকৃষ্টতম চেষ্টা বিজেপির' : অভিষেক
01:38
Video thumbnail
Suvendu Adhikari | 'শুভেন্দু কেন বারবার সন্দেশখালিতে?' সন্দেশখালি নিয়ে শুভেন্দুকে নিশানা
02:41
Video thumbnail
Buddhadeb Bhattacharjee | ভোটের আগে বুদ্ধদেব ভট্টাচার্য কী বললেন? দেখুন সিপিএমের AI ভিডিও
02:03
Video thumbnail
Sandeshkhali | 'সন্দেশখালির আন্দোলন তৈরি করা', ভাইরাল ভিডিয়ো
11:48
Video thumbnail
Mamata Banerjee | চাকদহে ভোট প্রচার থেকে কী বললেন মমতা, দেখুন ভিডিও
24:01
Video thumbnail
Loksabha Election 2024 | 'চুনাও কা পর্ব, দেশ কা গর্ব', ভোটদানে উৎসাহ দিতে বার্তা
00:58
Video thumbnail
৪টেয় চারদিক | সন্দেশখালি ঘটনার পর্দা ফাঁস, কী বললেন মুখ্যমন্ত্রী
48:01
Video thumbnail
Anandapur Police Station | আনন্দপুর থানার নতুন ওসি হলেন জয়ন্তকুমার মুখার্জি
02:02